metro rail off day kobe

ঢাকা মেট্রোরেলের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি প্রতিদিনই চলে

তবে, শুক্রবার সকালে মেট্রোরেল বন্ধ থাকে। শুক্রবারের সময়সূচি হলো:

  • উত্তরা থেকে প্রথম ট্রেন: বিকাল ০৩:০০টা
  • মতিঝিল থেকে প্রথম ট্রেন: বিকাল ০৩:২০টা

অন্যান্য প্রতিদিনের সময়সূচি হলো:

  • উত্তরা উত্তর থেকে: প্রথম ট্রেন সকাল ০৭:১০টা এবং শেষ ট্রেন রাত ০৯:০০টা।
  • মতিঝিল থেকে: প্রথম ট্রেন সকাল ০৭:৩০টা এবং শেষ ট্রেন রাত ০৯:৪০টা।
Spread the love

Leave a Comment