সেলফিন কাস্টমার কেয়ার Cellfin Helpline – সেলফিন হেল্পলাইন

Last Updated on May 11, 2025 by বিডি কিক

সেলফিন এখন ব্যাংকের সেবা পাওয়ার জন্য অন্যতম অ্যাপ। আপনি যদি সেলফিন অ্যাপ ব্যবহার করতে গিয়ে কোন সমস্যায় পড়ে থাকেন তাহলে সেলফিন কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারেন। Cellfin Helpline এর নাম্বারে কল করলে তারা তাৎক্ষনিক আপনার ফোন রিসিভ করবে । যেকোনো সমস্যায় সেলফিন কাস্টমার কেয়ার সাপোর্ট দ্রুত আপনার সমস্যা সমাধান করবে।

সেলফিন কাস্টমার কেয়ার বিস্তারিত – সেলফিন হেল্পলাইন

সেলফিন কাস্টমার কেয়ার নাম্বারঃ 16259

অনেকেই Cellfin Customer Care Number জানতে চান, নিচে Cellfin Customer Care Number গুলো দেওয়া হলঃ

সেলফিন হেল্পলাইন – সেলফিন কাস্টমার কেয়ার নম্বরঃ +8809611016259 (মিনিট দিয়ে কল দিতে চাইলে)

নোটঃ সেলফিন কাস্টমার কেয়ারের যে নাম্বারেই কল দেবেন, প্রথমে ভাষার জন্য ১ চাপুন, এবং সেলফিন সেবার জন্য ২ চাপুন, তাহলে একজন এজেন্ট আপনার ফোন ধরবে, এরপর আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন।

সেলফিন হেল্পলাইন – সেলফিন কাস্টমার কেয়ার ফোন নম্বরঃ 8331090

যেকোনো সমস্যায় বিস্তারিত জানিয়ে সেলফিন কাস্টমার কেয়ারে ইমেইল করতে পারেন।

ইমেইলঃ cellfin@islamibankbd.com

সেলফিন কাস্টমার কেয়ার ফেসবুক পেজঃ https://www.facebook.com/islamibankbangladeshlimited

সেলফিন ব্যবহারকারীদের যেকোনো সমস্যায় দ্রুত ও নির্ভরযোগ্য সহায়তা পেতে সেলফিন হেল্পলাইনে যোগাযোগ করা অত্যন্ত সহজ। 16259 অথবা +8809611016259 নম্বরে কল করে অথবা ইমেইল ও ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সহায়তা পাওয়া যায়। সেলফিন কাস্টমার কেয়ার সবসময় প্রস্তুত, আপনার ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করতে।

Spread the love

1 thought on “সেলফিন কাস্টমার কেয়ার Cellfin Helpline – সেলফিন হেল্পলাইন”

Leave a Comment