ওয়েবসাইটে থাকা প্রত্যেকটি সিংগেল পেজ কে ওয়েব পেজ বলা হয়। অন্যদিকে কয়েকটি ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় একটি ওয়েবসাইট। ওয়েব পেজ ও ওয়েবসাইট এর পার্থক্য সমূহ দেওয়া হলঃ
ওয়েব পেজ | ওয়েবসাইট |
ওয়েব পেজ হচ্ছে একটি ওয়েবসাইটের সিংগেল একটি পেজ। | অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। |
সিংগেল একটি পেজ লিংক দিয়ে একটি ওয়েব পেজ ব্রাউজ করা যায়। | একটি ওয়েবসাইট বলতে বোঝায় একটি নির্দিষ্ট ডোমেইন ইউআরএল কে। |
একটি ওয়েব পেজ তৈরি করতে খুব বেশি সময় লাগেনা। | ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজ তৈরির চেয়ে অনেক বেশি পরিমাণ সময় লাগে। |
ওয়েব পেজ তৈরি জটিল কোন ব্যাপার নয়। | ওয়েব পেজ তৈরির তুলনায় ওয়েবসাইট তৈরি করা বেশি জটিল ব্যাপার। |
একটি ওয়েব পেজ সাধারনত একটি নির্দিষ্ট ছোট বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়। | একটি ওয়েবসাইট সাধারনত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়। |
ওয়েব পেজ সিংগেল লিংক থাকে, কোন কারনে ওয়েবসাইট ডাউন হলে এই সিংগেল লিংক কাজ করবেনা। | একটি সিংগেল ওয়েব পেজ ডিলেট হলেও ওয়েব সাইটের কিছু হয়না, এটি অনলাইন-ই থাকে। |
এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য সিংগেল ওয়েব পেজ যথেষ্ট নয়। | এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে। |
ওয়েবসাইট থাকলে যেকোনো সময় ওয়েব পেজ বাড়ানো বা কমানো যায়। | ওয়েবসাইট তৈরিতে অনেক কিছু যেমনঃ ডোমেইন-হোস্টিং, ডেভলপমেন্ট ফি ইত্যাদি লাগবে। |
ওয়েব পেজের উদাহরনঃ About Page, Service Page ইত্যাদি। | ওয়েবসাইটের উদাহরনঃ facebook.com , google.com ইত্যাদি। |
পরিশেষে বলা যায় যে, ওয়েব পেজ একটি ওয়েবসাইটেরই অত্যাবশকীয় অংশ। ওয়েব পেজ ছাড়া যেমন ওয়েবসাইট হয়না, তেমন ওয়েবপেজ পাবলিশ করতেও ওয়েবসাইট দরকার।