Skip to content
Home » ওয়েব পেজ ও ওয়েবসাইট এর পার্থক্য

ওয়েব পেজ ও ওয়েবসাইট এর পার্থক্য

ওয়েবসাইটে থাকা প্রত্যেকটি সিংগেল পেজ কে ওয়েব পেজ বলা হয়। অন্যদিকে কয়েকটি ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় একটি ওয়েবসাইট। ওয়েব পেজ ও ওয়েবসাইট এর পার্থক্য সমূহ দেওয়া হলঃ

ওয়েব পেজওয়েবসাইট
ওয়েব পেজ হচ্ছে একটি ওয়েবসাইটের সিংগেল একটি পেজ।অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়।
সিংগেল একটি পেজ লিংক দিয়ে একটি ওয়েব পেজ ব্রাউজ করা যায়।একটি ওয়েবসাইট বলতে বোঝায় একটি নির্দিষ্ট ডোমেইন ইউআরএল কে।
একটি ওয়েব পেজ তৈরি করতে খুব বেশি সময় লাগেনা।ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজ তৈরির চেয়ে অনেক বেশি পরিমাণ সময় লাগে।
ওয়েব পেজ তৈরি জটিল কোন ব্যাপার নয়।ওয়েব পেজ তৈরির তুলনায় ওয়েবসাইট তৈরি করা বেশি জটিল ব্যাপার।
একটি ওয়েব পেজ সাধারনত একটি নির্দিষ্ট ছোট বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়।একটি ওয়েবসাইট সাধারনত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়।
ওয়েব পেজ সিংগেল লিংক থাকে, কোন কারনে ওয়েবসাইট ডাউন হলে এই সিংগেল লিংক কাজ করবেনা।একটি সিংগেল ওয়েব পেজ ডিলেট হলেও ওয়েব সাইটের কিছু হয়না, এটি অনলাইন-ই থাকে।
এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য সিংগেল ওয়েব পেজ যথেষ্ট নয়। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে।
ওয়েবসাইট থাকলে যেকোনো সময় ওয়েব পেজ বাড়ানো বা কমানো যায়।ওয়েবসাইট তৈরিতে অনেক কিছু যেমনঃ ডোমেইন-হোস্টিং, ডেভলপমেন্ট ফি ইত্যাদি লাগবে।
ওয়েব পেজের উদাহরনঃ About Page, Service Page ইত্যাদি।ওয়েবসাইটের উদাহরনঃ facebook.com , google.com ইত্যাদি।

পরিশেষে বলা যায় যে, ওয়েব পেজ একটি ওয়েবসাইটেরই অত্যাবশকীয় অংশ। ওয়েব পেজ ছাড়া যেমন ওয়েবসাইট হয়না, তেমন ওয়েবপেজ পাবলিশ করতেও ওয়েবসাইট দরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *