জিপি মিনিট অফার দেখার নিয়ম (কম টাকায় বেশি মিনিট)

Last Updated on September 16, 2022 by বিডি কিক

অফার ছাড়া, কিংবা কোন প্রকার মিনিট না কিনে জিপি তে কল করে কথা বললে প্রচুর টাকা কাটে। তাই অবশ্যই জিপি মিনিট অফার কিনে আমাদের কারো সাথে কথা বলা উচিত। চলুন আজ জেনে নিবো জিপি মিনিট অফার দেখার নিয়ম সমুহ, যেন আপনি খুব সহজে দারুন দারুন এবং কম টাকায় জিপি মিনিট অফার কিনতে পারেন।

জিপি মিনিট অফার দেখার নিয়ম – ১ 

জিপি মিনিট অফার দেখার জন্য আপনি মাইজিপি অ্যাপ ব্যবহার করতে পারেন। মাইজিপি অ্যাপ প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন, এরপর আপনার জিপি নাম্বার দিয়ে লগিন করুন। লগিন করলে এমন দেখতে পাবেন – 

এবার এখান থেকে মিনিট অপশন সিলেক্ট করুন

কম টাকায় জিপি মিনিট অফার দেখার নিয়ম

এবার আপনি আপনার সকল মিনিট অফার দেখতে পাবেন, ঠিক এরকম

জিপি মিনিট অফার দেখার নিয়ম সমুহ

জিপি মিনিট অফার দেখার নিয়ম – ২

আপনি জিপি মিনিট অফার দেখার জন্য ফ্লেক্সিলোড দোকান গিয়ে তাদের বলবেন পাওয়ারলোড অফার এর মেসেজ দিতে, তাইলে তারা আপনার নাম্বার নিয়ে একটা এসএমএস দিবে, সেখানে একটা অফার লিস্ট দেবে। 

মেসেজ দেখতে ঠিক এরকম হবে – 

এখান থেকে কোন মিনিট অফার চয়েজ হলে, দোকানে বলুন, তারা সেই অফার আপনাকে রিচার্জ করে দেবে। 

রেগুলা মিনিট অফার 

সবার জন্য কিছু রেগুলার মিনিট অফার থাকে, আপনি চাইলে এগুলো নিতে পারেন। 

রেগুলার অফার লিস্ট পেতে জিপি ওয়েবসাইটের অফার পেজ  ভিজিট করুন।

আশা করি আপনি জিপি মিনিট অফার দেখার নিয়ম গুলো বুঝতে পেরেছেন, কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানান। 

Spread the love

1 thought on “জিপি মিনিট অফার দেখার নিয়ম (কম টাকায় বেশি মিনিট)”

Leave a Comment