Last Updated on June 11, 2025 by বিডি কিক
কম্পিউটার এখন আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। আমরা যারা আইটি কাজের সাথে সম্পৃক্ত, তাদের নিত্যদিন এই কম্পিউটার ব্যবহার করতে হয়। কিন্তু এই কম্পিউটার যেকোনো কাজ করতে প্রয়োজন পরে কোন না কোন সফটওয়্যার এর। তাই আজ কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের তালিকা সমুহ শেয়ার করবো আপনাদের সাথে, যেখানে থাকবে প্রায় সকল গুরুত্বপূর্ণ কম্পিউটার সফটওয়্যার নাম সমুহ।
কম্পিউটারের ফটোশপ সফটওয়্যার
ফটোশপ সফটওয়্যার এই পূর্ণ নাম এডোবি ফটোশপ (ADOBE PHOTOSHOP). গ্রাফিক্স ডিজাইন কিংবা ছবি এডিটিং করার জন্য গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সফটওয়্যার এটি। আপনি যদি আপনার ছবি এডিট করতে চান, কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং/চাকরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফটোশপ সফটওয়্যার এর কাজ শিখতে হবে। এই ফটোশপ সফটওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজে ছবি এডিট, বিজনেস কার্ড তৈরি, ব্যানার তৈরি, পোস্টার ডিজাইন এর মত কাজ গুলো করতে পারবেন। ফটোশপ সফটওয়্যার এর বিভিন্ন ভারসন রয়েছে, যেমনঃ এডোবি ফটোশপ সিসি, এডোবি ফটোশপ সিসি ২০২৩ ইত্যাদি।
স্কিন রেকর্ডার সফটওয়্যার (Screen Recorder Software)
আমাদের অনেক সময় বিভিন্ন কাজের জন্য কম্পিউটারের স্কিন রেকর্ডের প্রয়োজন পড়ে। হতে পারে কাওকে কিছু দেখানো, বা টিউটোরিয়াল রেকর্ড কিংবা একটা মিটিং করছি সেটা রেকর্ড করা। যেটাই হোক, এর জন্য প্রয়োজন স্কিন রেকর্ডার এর। ফাস্টস্টোন স্কিন রেকর্ডার হচ্ছে এইরকম একটি সফটওয়ার, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার স্কিন রেকর্ড করতে পারবেন। এটি দিয়ে স্কিন রেকর্ড তো হবেই, সাথে আপনি ভিডিও প্রিভিউ অ্যাড করা, মিউজিক/অডিও অ্যাড করা ইত্যাদি কাজ গুলো খুব সহজে করতে পারবেন। সফটওয়ার টি লাইট ওয়েট হওয়াতে লো কনফিগারেশন কম্পিউটারেউ সফটওয়ার টি খুব ভালভাবে রান করবে। তাই চাইলে এই ফাস্টস্টোন স্কিন রেকর্ডার সফটওয়ার টি আপনি আপনার রেকর্ডিং কাজে ব্যবহার করতে পারেন।
মাইক্রোসফট অফিস
মাইক্রোসফট অফিস প্রয়োজনীয় সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম। অফিসিয়াল কিংবা এডুকেশনাল নানা কাজে মাইক্রোসফট অফিসের ব্যবহার করা হয়। মাইক্রোসফট অফিস কম্পিউটারে ইন্সটল করলে অনেকগুলো অফিস অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেমনঃ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট এক্সেস ইত্যাদি। মাইক্রোসফট অফিস সফটওয়্যার এর বিভিন্ন ভারসন রয়েছে, যেমনঃ মাইক্রোসফট অফিস ২০২১ ।
XAMPP Software (PRONOUNCE: জ্যাম্প)
XAMPP সফটওয়্যার টি যে সবার দরকার বিষয়টা এমন না। যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভলপমেন্ট রিলেটেড কাজ গুলো করে থাকে, তারা এই সফটওয়্যার টি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। এটা ইন্সটল করলে আপনি অ্যাপাচি সার্ভার (APACHE SERVER), পিএইচপি (PHP), মাইএসকুয়েল (MySQL) এসব কমপ্লিট প্যাকেজ আকারে পাবেন। যেটা অনেক ডেভলপারদের দরকার পরে। এই সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে খুব সহজেই এই XAMPP Software টি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
ভিজুয়াল স্টুডিও কোড (Visual Studio Code)
ভিজুয়াল স্টুডিও কোড একটি জনপ্রিয় কোড এডিটর সফটওয়্যার। এই এডিটর সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি, এবং আপনি চাইলে প্রায় সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কাজ এই এডিটর দিয়ে করতে পারবেন। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে তাদের https://code.visualstudio.com/ লিংকটি ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন।
উইনরার সফটওয়্যার (WinRAR)
বিভিন্ন জিপ ফাইল, কিংবা রার ফাইল গুলো আনজিপ করার জন্য উইনরার (WinRAR) সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এটি অনেক দ্রুত জিপ ফাইলকে আনজিপ করতে পারে, এবং খুব সহজে করা যায়। উইনরার সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে তাদের ওয়েবসাইট https://www.win-rar.com/start.html?&L=0 ভিজিট করুন, কিংবা এখানে ক্লিক করুন।