আমরা সাধারনত ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। যেমন ফেসবুক, গুগল কিংবা যেকোনো ওয়েবসাইট হতে পারে। যখন আমরা ওয়েবসাইট ব্রাউজ করি মানে ওয়েবসাইট দেখছি বা কাজ করছি তখন আসলে একটা পেজ আমরা দেখছি, এটি যেহেতু একটি ওয়েবসাইটের পেজ তাই এই পেজ কে সংক্ষেপে বলা হয় ওয়েব পেজ। একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে, আর এই প্রত্যেকটি পেজ কেই বলা হয় একেকটি ওয়েব পেজ। এক পেজের ও ওয়েব সাইট আছে, সেগুলো কে বলা হয় সিংগেল পেজ ওয়েবসাইট অথবা এক পেজের ওয়েবসাইট। কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট গুলোই মাল্টিপেজ(MULTIPAGE) ওয়েবসাইট হয়ে থাকে।
লোকাল ওয়েব পেজ কি
লোকালে ওয়েব সার্ভারে যদি কোন ওয়েবসাইট থাকে, তখন সে ওয়েবসাইটের পেজ গুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয়। বিভিন্ন লোকাল সার্ভার সফটওয়্যার এর মাধ্যমে লোকাল ওয়েবসাইট রান করা যায়। জনপ্রিয় লোকাল সার্ভার সফটওয়্যার নাম XAMPP.