মহার্ঘ ভাতা কি

Last Updated on November 5, 2022 by বিডি কিক

মহার্ঘ ভাতা(DEARNESS ALLOWANCE) বলতে বুঝায় বেতনের সাথে যুক্ত করা অতিরিক্ত অর্থ। জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে কিংবা জিনিস পত্র, যাতায়ত এবং অন্যান্য খরচ বৃদ্ধি পেলে, শ্রমিক অথবা চাকুরীজীবীকে মুল বেতনের সাথে অতিরিক্ত কিছু অর্থ দেওয়া হয়, এটাকেই মহার্ঘ ভাতা বলা হয়। এটি কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য একটি অতিরিক্ত ব্যয় হিসেবে ধরা হয়। অপরদিকে শ্রমিক এবং চাকুরীজীবীর জন্য এটি একটি আয়।

DEARNESS ALLOWANCE

মহার্ঘ ভাতা কত ?

সরকারী এবং বেসরকারী দুই ধরনের প্রতিষ্ঠানেই মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। উদাহরনসরূপ কোন চাকুরীজীবীর বেতন যদি হয় ১০ হাজার টাকা, এবং তাকে মহার্ঘ ভাতা হিসেবে যদি ১০% অতিরিক্ত অর্থ দেওয়া হয়, তাহলে তার মহার্ঘ ভাতা হবে ১০০০০*১০% = ১০০০ টাকা, এবং বেতন হবে ১০০০০+১০০০= ১১ হাজার টাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের(World War II) পর থেকে মহার্ঘ ভাতা পদ্দতি চালু হয়, কিন্তু প্রথমে মহার্ঘ ভাতা , খাদ্য ভাতা নামে পরিচিত ছিল। 

মহার্ঘ ভাতা কি করযোগ্য আয় ?

মহার্ঘ ভাতা সাধারনত করযোগ্য আয় হিসেবে বিবেচিত হয়না।

Spread the love

Leave a Comment