অনলাইনে কম সময়ে অনেকেই ইনকাম করতে চান। কম সময়ে যে ইনকাম করা যায় না, বিষয়টা এমন না। তবে এই জন্য দরকার আপনার কঠোর পরিশ্রম। তাহলে এখন প্রশ্ন কম সময়ে কোন কাজ করে ইনকাম সম্ভব?
ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন
ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কম সময়ে ইনকাম করতে চাইলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বেস্ট চয়েস হবে। আপনি ১ সপ্তাহের মাথায় ইনকাম শুরু করার মত স্কিল অর্জন করতে পারবেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে। এই ১ সপ্তাহ যদি আপনি প্রতিদিন ৪ ঘন্টা করে টাইম দিতে পারেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যেকোনো টাইপ ওয়েবসাইট কাস্টমাইজ করার জ্ঞান অর্জন করবেন। যেটা দিয়ে নিশ্চিত ইনকাম করা সম্ভব।
অনলাইনে কম সময়ে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কাজ করে ইনকাম করা যায় তার কিছু কারন –
মার্কেটপ্লেসে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এমন কাজ গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। আপনি ফাইভার কিংবা আপওয়ার্কের মত মার্কেটপ্লেস গুলো তে ঘুরে দেখেন, সেখান সেল হওয়া টপ স্কিলের মধ্যে ওয়ার্ডপ্রেস প্রথমে আছে। তাই চাহিদা যেহেতু বেশি, তাই কমসময়ে কাজ পাওয়ার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট হবে অবশ্যই।
আবার কম সময়ে কাজ শেখার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট, কেননা ওয়ার্ডপ্রেস তুলনামুলক সহজ কাজ। এটা শিখে ফেলাও সহজ৷ আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে গেলে দেখবেন এখানে কাজ করার জন্য সবকিছু তৈরি করা আছে, শুধু আপনি ক্লিক করে, ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন, ফাংশন চেন্জ করতে পারবেন। নতুন ফাংশন এড করার জন্য শুধু প্লাগিন এড করবেন, যেটা খুবই সহজ। হয়তো এখানে বলা কিছু কিছু জিনিস আপনি এখন বুঝতেছেন না, শুনতে কঠিন লাগছে, কিন্তু একবার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে গেলে সবকিছুই অনেক সহজ লাগবে আপনার।
কম সময়ে কাজ পাওয়ার জন্য আরো কিছু বিষয় –
ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কিছু লো কম্পিটিভ কাজ রয়েছে, যেগুলো শিখলে অপেক্ষাকৃত আরো দ্রুত কাজ পাবেন এবং কাজ পাওয়ার সম্ভবনা খুব বেশি থাকবে। এই লো কম্পিটিভ ওয়ার্ডপ্রেসের কোন কাজগুলো এইটা জানতে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেখতে হবে কোন কাজ গুলোর সার্ভিস মানুষ কম দেয়, কিন্তু চাহিদা বেশি অর্থাৎ অর্ডার পাওয়া যায় বেশি। এই কাজগুলো শিখলে অনলাইনে কম সময়ে কাজ করে ইনকাম করা আপনার জন্য সম্ভব হয়ে উঠবেন।
এখন প্রশ্ন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কীভাবে শিখবো?
আপনি নিজে নিজে শিখতে চাইলে ইউটিউব থেকে ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও দেখে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে পারেন। আবার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ করে এমন কেউ পরিচিত থাকলে তার কাছে থেকেও এই কাজটি শিখতে পারেন। কোর্স করে শিখতে চাইলে বর্তমান অনেক জায়গায় ওয়ার্ডপ্রেস কোর্স করায় সেসব জায়গায় যোগাযোহ করতে পারেন। তবে কাজ শেখায় ঠিকভাবে এমন প্রতিষ্ঠান কিংবা মানুষের কাছে থেকেই কাজ শিখুন, ফেক/ভালো নয় এমন প্রতিষ্ঠান থেকে বিরত থাকবেন।