ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ ভালো, নাকি ডেস্কটপ ভালো, এরকম প্রশ্ন নতুন ফ্রিল্যান্সাদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু ল্যাপটপ ভালো হবে, আর ডেস্কটপ খারাপ কিংবা ডেস্কটপ ভালো আর ল্যাপটপ খারাপ এরকম কোনোকিছু পূর্ব নির্ধারিত নয়। আপনি কোন সেক্টরে কাজ করেন, কোন পরিবেশে কাজ করেন এটার উপর নির্ভর করে আপনার জন্য ল্যাপটপ বেটার(BETTER) নাকি ডেস্কটপ। আপনার নিজের ফ্লেক্সিবিলিটি(FLEXIBILITY) কার উপর, সেটাও একটা ব্যাপার। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা অ্যাপ ডেভেলপমেন্ট এর মত বিষয় গুলো নিয়ে কাজ করেন, তাহলে আপনার কাজের জন্য অবশ্যই ডেস্কটপ ভালো। কারন এসব কাজের জন্য যেসব সফটওয়্যার গুলো লাগে, সেগুলো সবগুলোই অনেক ভারী সফটওয়্যার, যা ডেস্কটপ এ ভালো রান করবে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয়, আপনি এসব কাজ করেন, কিন্তু প্রায়ই বাইরে, এই শহর, ঐ শহর ঘুরাঘুরি করা লাগে, তাইলে তো আপনি ডেস্কটপ নিয়ে এত মুভ করতে পারবেন না, তখন আপনি একটি ভালো পারফরমেন্স যুক্ত ল্যাপটপ কিনতে পারেন। আবার বিদ্যুৎ সমস্যা, লোডশেডিং এর যদি আপনার এলাকায় খুব বেশি হয়, সেক্ষেত্রেও আপনার জন্য ল্যাপটপ ভাল।
আবার আপনি যদি ওয়েব ডিজাইন, কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রির মত স্কিল গুলো নিয়ে কাজ করেন, এখানে আপনার তেমন হাই পারফরমেন্স দরকার নেই। এসব কাজের সফটওয়্যার গুলো তুলনামুলক কম ভারী। তাই এগুলো ল্যাপটপে ইজিলি রান করে। তাই এসব কাজ করলে আপনার জন্য ল্যাপটপ ভালো অপশন, আপনি সহজে ক্যারি করতে এবং মুভ করতে পারবেন, একই সাথে বিদ্যুৎ বা লোডশেডিং এর সমস্যা থাকলেও ল্যাপটপের ব্যাকাপ দিয়ে প্রয়োজনীয় কাজ করা আপনার জন্য সম্ভব হবে।
তবে একটি বিষয় মনে রাখবেন, ডেস্কটপে কাজ করার যে মজা, সেটা ল্যাপটপে নেই। আপনি ডেস্কটপে সারাদিন কাজ করতে পারবেন, কোন ইস্যু হবেনা, কিন্তু ল্যাপটপ দীর্ঘ সময় কাজ করা অনুপযোগী, হিটিং ইস্যু থাকে, ব্যাটারি লাইফ থাকে ইত্যাদি।
ফ্রিল্যান্সিং এর জন্য কেমন কম্পিউটার লাগবে
ফ্রিল্যান্সিং এর জন্য কেমন কম্পিউটার লাগবে বলতে কোন টাইপ কনফিগারেশন লাগবে এইটাই বুঝায়। সেক্ষেত্রে আপনি কোন টাইপ কাজ করবেন এটা আগে জানা দরকার। এমন কাজ যদি করেন, যেখানে খুব ভারী সফটওয়্যার লাগবেনা, যেমনঃ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি ইত্যাদি কাজে সাধারনত খুব ভারী সফটওয়্যার লাগেনা, তাই এসব কাজের জন্য মোটামুটি ৪ কোরের প্রসেসর এবং ৪জিবি র্যাম যথেষ্ট।
আবার আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট এর মত কাজ গুলো করেন, অধিকাংশ সময় আপনাকে ভারী সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ৬ কোরের প্রসেসর + ৮ জিবি র্যামের কম্পিউটার ব্যবহার করতে হবে।
ফ্রিল্যান্সিং এর জন্য কেমন ল্যাপটপ প্রয়োজন
ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ খুব ভাল চয়েজ। আপনার কাজ যদি ভারী না হয়ে থাকে তাহলে আপনার জন্য মোটামুটি পারফরমেন্স যুক্ত ল্যাপটপ যথেষ্ট। যেমনঃ কোর আই থ্রি এর সিক্স জেনারেশন প্রসেসর + ৮ জিবি র্যামের যেকোনো ল্যাপটপ। আর আপনার কাজ যদি খুব ভারী হয়ে থাকে, তাহলে আপনার জন্য ৬ কোরের প্রসেসর যুক্ত ল্যাপটপ প্রয়োজন।
গ্রাফিক্স ডিজাইন এর জন্য কেমন কম্পিউটার দরকার
গ্রাফিক্স ডিজাইন এর জন্য ভালো পারফরমেন্স যুক্ত কম্পিউটার দরকার। এছাড়া ভালোমানের ডিসপ্লে বা মনিটর দরকার। ভালো মানের কম্পিউটার বলতে মিনিমাম ৬ কোরের প্রসেসর যুক্ত কম্পিউটার অন্তত দরকার। এছাড়া মিনিমাম ৮ জিবি র্যাম এবং অপারেটিং সিস্টেম এর জন্য একটি এসএসডি থাকা দরকার।
ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ
ডিজিটাল মার্কেটিং খুব ভারী কাজ না হওয়ার ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ খুব ভালো চয়েজ। এবং অধিকাংশ ডিজিটাল মার্কেটার তাদের কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করে থাকে। কারন ল্যাপটপে বেশ ভালো ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যেমনঃ যেখানে সেখানে নিয়ে যাওয়া, মুভ করার, যেকোনো জায়গায় কাজে বসে যাওয়ার জন্য ও ল্যাপটপ বেশ ভালো।