বর্তমানে ফ্রিল্যান্সিং কাজ করার ইচ্ছে আছে অধিকাংশ তরুনের। আমরা যারা কম বেশি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি সবারই ইচ্ছে আছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করার। প্রথম পর্যায় যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিংবা শুরু করেছেন তাদের সবারই একটা কমন প্রশ্ন ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন কিংবা কি লাগে। চলুন আজ জেনে নেবো এই ফ্রিল্যান্সিং করার জন্য কিসের প্রয়োজন কিংবা কি কি লাগবে।
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনার একটি ভালো ইন্টারনেট কানেকশন সহ কম্পিউটার/ল্যাপটপ এবং ফ্রিল্যান্সিং উপযোগী একটি কাজ জানতে হবে। এছাড়া বেসিক কমিউনিকেশন স্কিল থাকলে আপনার জন্য ফ্রিল্যান্সিং কাজ পাওয়া সহজ হবে। নিচে কাজ শেখা এবং কমিউনিকেশন এর ব্যাপারে আলোচনা করা হলো।
ফ্রিল্যান্সিং কাজ করার প্রথম প্রয়োজন কাজ শেখা

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং উপযোগী কোন না কোন কাজ শিখতে তবে। অর্থাৎ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং উপযোগী একটি কাজ শেখা। সেই কাজ হতে পারে অনলাইন ভিত্তিক যেকোনো কাজ, যদি পরিচিত কাজ গুলোর নাম দেখি যেমন- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ইত্যাদি । এরকম যেকোনো একটি কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য প্রথম ধাপ পার করে ফেলেছেন।
ফ্রিল্যান্সিং কাজ করার দ্বিতীয় প্রয়োজন কমিউনিকেশন স্কিল
ফ্রিল্যান্সারদের জন্য যে সফট স্কিল গুলো প্রয়োজন তার মধ্যে কমিউনিকেশন স্কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই বেসিক কমিউনিকেশন স্কিল থাকা লাগবে, যেন অন্তত পক্ষে আপনি ক্লায়েন্ট কিংবা বায়ারের সাথে ভালোভাবে, ইফেক্টিভলি(EFFECTIVELY) প্রয়োজনীয় কমিউনিকেশন করতে পারেন। ক্লায়েন্ট হ্যান্ডেলিং বিষয় টা মোটামুটি নির্ভর করে এই কমিউনিকেশন স্কিলের উপরই। আর যে যতো ভালোভাবে ক্লায়েন্ট বা বায়ারদের হ্যান্ডেল করতে পারবে কিংবা কমিনিকেট(COMMUNICATE) করতে পারবে, সে ফ্রিল্যান্সিং এ তত ভালো করবে। ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি যেগুলো দরকার সেগুলো জানলেই আপনি বেসিক কমিউনিকেশন স্কিল অর্জন করতে পারবেন।
ফ্রিল্যান্সিং কাজের জন্য এই জিনিস গুলোই প্রয়োজন, এগুলো থাকলেই আপনি ভালোভাবে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। আশা করি ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন এই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আপনার জন্য রইল শুভ কামনা।