মুক্তপেশা বা ফ্রিল্যান্সিং আমরা অনেকেই করতে চাই, হয়তো কাজ ও শিখি । কিন্তু যথেষ্ট কাজ জানার পর ও কাজ পাইনা ইংরেজি তে দক্ষতার অভাব থাকায়। ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি কীভাবে শেখা যায়, বা কীভাবে শিখলে ভাল হয়? অনেকেরই মনে প্রশ্ন । তাই আজ ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমাদের।
ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি কেন দরকার ?
এটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানিনা। ইংরেজি বিশ্বের আন্তর্জাতিক ভাষা। এই আন্তর্জাতিক ভাষাতেই ভিন্ন দেশের মানুষের সাথে কমিনিকেশন করা হয়। আর ফ্রিল্যান্সিং যেহুতু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে করা হয় তাই তাদের সাথে আমাদের ইংরেজিতে কমিনিকেশন করতে হয়। তাই ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি দরকার।
ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি কতটুকু জানলে চলবে ?
ব্যসিক কমিনিকেশন এবং আপনার কাজ নেয়া বা জমা দেয়ার সময় ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য ঠিক যতটুক ইংরেজি লাগে, ঠিক ততটুকু জানলেই চলবে। এরপর আপনি নিজেই শিখে যাবেন।
কাজ ভেদে কি ইংরেজি কম বেশি লাগে ?
হ্যা, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টরের জন্য ইংরেজি কম বেশি লাগতে পারে। যেমনঃ কন্টেন্ট রাইটিং ইন্ডাস্ট্রিতে ইংরেজি নিয়ে কাজ করতে আপনাকে অবশ্যই ভাল ইংরেজি জানতে হবে। আবার আপনি যদি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলার সামর্থ্যই যথেষ্ট।
বেসিক কমিনিকেশন স্কিল ডেভেলপমেন্ট
চলুন এই পর্যায় বেসিক কিছু ইংরেজি শিখে নেই, যেটা ক্লায়েন্ট কমিনিকেশন এর জন্য ইফেকটিভলি কাজ করবে –
সম্বোধন সুচক কথা, বা শুরু করার ক্ষেত্রে ব্যাবহার করতে পারেন –
Hi, Hello, Hello there
উদ্দেশ্য (Purpose ) | যেগুলো ব্যবহার করা হয় Common (Not professional) | যেগুলো ব্যবহার করা উচিত We should use (PROFESSIONAL) | Example |
কোন ভুল করলে কিংবা সরি বলতে চাইলে | Sorry | Pardon me | I beg your pardon. I forgot your password. |
দুঃখ জনক কথা বলতে চাইলে | There is a accident. | I'm afraid. | I'm afraid so. |
কোন কিছু দরকারে সেটা চাওয়া, কিংবা কোন হেল্প চাইতে গেলে | Help me | I wonder if help me. | I wonder if I could have a copy of that letter. |
কোন কিছু পাওয়ার পর ক্লায়েন্ট কে জানানো | Got it | I received | Thank you for the file, I have received it. |
ধন্যবাদের উত্তরে | You're welcome | You are most welcome. | |
কোন কিছু নিশ্চিত করতে | Are you sure, your website completed? | I would like to confirm | I would like to confirm if all the work on your website has been completed. |
কোন কিছু জানানোর জন্য ক্লায়েন্ট কে বলা | Let them know | ||
কোন প্রব্লেম ফেস করে ক্লায়েন্ট কে জানানো বা কমপ্লেইন করতে চাইলে | Complain to the client | ||
অজানা জিনিস জিজ্ঞেস করলে | I don't know it. | I regret to inform you that I do not know it. | I regret to inform you that I do not have knowledge about Wix. |
রিভিও চাওয়ার ক্ষেত্রে | Your satisfaction is my top priority, and I'm dedicated to ensuring your experience meets your expectations. Your feedback and support are highly appreciated and contribute to the ongoing improvement of my services | ||
বিদায় সম্ভাষণ | Bye | ||
কোন কিছু পছন্দ হলে | I like it | I'm keen on it. I'm fond of it. I'm crazy about it. I'm passionate about your work. | |
কোন কিছু ভালো হলে | That's good. | Good for you. Right on! Way to go! | |
বুঝেছে কিনা জিজ্ঞেস করতে চাইলে | Can you understand? | Do you understand? | |
এইভাবে আমরা যদি কমিনিকেশনের ক্ষেত্রে যদি ইংরেজি কে প্রফেশনালি ব্যবহার করতে পারি, তাহলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইংরেজি হবে আরও সহজ , এবং ইফেক্টিভ।
এরকম আর প্রফেশনাল ইংরেজি শিখতে চাইলে, কমেন্ট করে জানান, আমি পোষ্ট গুলোতে আরও প্রফেশনাল ইংরেজি গুলো শেয়ার করবো।