একবার র‍্যাবিস টিকা দেওয়ার পর কতদিন পর্যন্ত কুকুর-বিড়ালের কামড়ের টিকা দিতে হয় না?

Last Updated on April 26, 2023 by বিডি কিক

বিভিন্ন প্রাণীর কামড়ে আমরা র‍্যাবিস টিকা নিয়ে থাকি। কিন্তু এই র‍্যাবিস টিকা কতদিন পর্যন্ত কার্যকারী আমরা অনেকেই জানিনা। একবার র‍্যাবিস টিকা নিলে এটা কতদিন পর্যন্ত আমাদের সুরক্ষা দিবে এটা আমাদের অনেকেরই প্রশ্ন।  এমন যদি হয় টিকা দেওয়ার ১ মাস পর-ই হয়তো আমাকে আবার কোন কুকুর-বিড়াল কামড়িয়েছে, তাহলে আমাকে কি আবার টিকা দিতে হবে? এই প্রশ্ন গুলোর উত্তর চলুন জেনে নেই।

একবার র‍্যাবিস টিকা দেওয়ার পর কতদিন পর্যন্ত কুকুর-বিড়ালের কামড়ের টিকা দিতে হয় না?

একবার র‍্যাবিস টিকা দেওয়ার পর ৯০ দিন পর্যন্ত কুকুর-বিড়ালের কামড়ের টিকা দিতে হয় না । কিন্তু নিশ্চিন্ত হওয়ার জন্য আপনি ৯০ দিনের মাথায় একটা বুস্টার ডোজ নিতে পারেন।  আপনি যদি কিছুদিন আগেই কুকুর-বিড়ালের কামড়ে সংক্রমিত হয়ে র‍্যাবিস টিকা নিয়ে থাকেন, সাধারনভাবে আপনি ৪ টি ডোজে এই টিকা নিয়েছেন। আর কোন প্রাণী দ্বারা সংক্রমিত হওয়ার পরে আমরা যে টিকা নিয়ে থাকি সেটিকে বলা হয় “পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস” । এই পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস প্রক্রিয়ায় টিকা নেওয়ার প্রথম দিন থেকে যদি ১০ দিন পরে বা এর মধ্যে যদি আপনি আবার কুকুর-বিড়ালের কামড়ের শিকার হন, তাহলে আপনাকে আর নতুন করে টিকা নিতে হবেনা। কিন্তু টিকার ২৮ দিনের ডোজ সম্পূর্ণ করার পর, যেমনঃ ২৯ দিনের মাথায় আপনি যদি আপনি আবার কুকুর-বিড়ালের কামড়ের শিকার হন তাহলে আপনাকে ৯০ দিনের মাথায় একটি বুস্টার ডোজ নিতে হবে নিশ্চিন্ত থাকার জন্য। আবার ৯০ দিন পর, যেমনঃ ৯১ দিনে আপনি আবার কুকুর-বিড়ালের কামড়ের শিকার হন তাহলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি পরের ০ এবং ৩ দিনে আর ২ টি বুস্টার ডোজ নিতে হবে।

নোটঃ স্বাস্থ্য বিষয়ে যেকোনো পরামর্শের জন্য একজন রেজিস্টার চিকিৎসক এর সাথে যোগাযোগ করুন।

Spread the love

Leave a Comment