Skip to content
Home » কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়

জলাতঙ্কে আক্রান্ত কোন কুকুর যদি কোন মানুষ কে কামড়ায় তার ও জলাতঙ্ক হতে পারে। আর জলাতঙ্ক হলে, একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আপনাকে যদি কুকুর কামড়ায়, তাহলে অবশ্যই আপনার উচিত অতিদ্রুত জলাতঙ্ক টিকা নেওয়া। 

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়

কুকুর কামড়ালে আপনাকে অতিদ্রুত (যত দ্রুত সম্ভব) টিকার প্রথম ডোজ নিতে হবে। সাধারনত এই টিকা ৪ টি ডোজে নেওয়া হয়ে থাকে, এর মধ্যে প্রথম ডোজ নেওয়ার জন্য অপেক্ষা না করাই সর্বোত্তম। কামড়ে আক্রান্ত হওয়ার সাথে সাথে কিংবা যত দ্রুত সম্ভব একজন রেজিস্টার চিকিৎসকের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী টিকার প্রথম ডোজ নিয়ে নিন, এবং পরবর্তী ডোজ গুলোও সময়মত নিন।

Spread the love

2 thoughts on “কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়”

  1. Pingback: জলাতঙ্ক রোগের লক্ষণ (প্রতিকার, প্রতিরোধ, টিকা) - বিডি কিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *