Skip to content
Home » বিড়ালের কামড়ের ভ্যাকসিনের দাম কত

বিড়ালের কামড়ের ভ্যাকসিনের দাম কত

পোষা প্রাণীর মধ্যে বিড়াল আমাদের সুপরিচিত একটি প্রাণী। আবার চারপাশে ঘুরে বেড়ানো বিড়াল ও প্রচুর দেখা যায়। কিন্তু খেলার ছলে, কিংবা বিড়াল নিজের আত্মরক্ষায় অনেক সময় কামড় কিংবা আচর দিয়ে থাকে। এই সময় আক্রান্ত ব্যাক্তির মনে প্রশ্ন যে বিড়াল কামড়ে কি ভ্যাকসিন নিতে হবে? আপনি শতভাগ নিরাপদ থাকতে চান তাহলে বিড়াল কামড়েও ভ্যাকসিন নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি একজন রেজিস্টার চিকিৎসক এর পরামর্শ নিতে পারেন। 

বিড়ালের কামড়ের ভ্যাকসিনের দাম কত

বিড়াল যদি আপনাকে কামড় দেয়, তাহলে আপনাকে র‍্যাবিস ভ্যাকসিন নিতে হবে। এই র‍্যাবিস ভ্যাকসিন কিংবা বিড়ালের কামড়ের ভ্যাকসিনের দাম ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। কিন্তু যেকোনো সরকারী হাসপাতালে আপনি এই বিড়ালের কামড়ের ভ্যাকসিন বিনামুল্যে পেতে পারেন। এই জন্য বিড়াল কামড় দিলেই আপনি অতি দ্রুত আপনার নিকটস্থ সরকারী হাসপাতালে গিয়ে বহির্বিভাগের টিকিট কেটে একজন ডাক্তার কে আপনার বিড়াল কামড়ের আঘাত সম্পর্কে বিস্তারিত বলুন। ভ্যাকসিন তিনি রেফার করে দিবেন, তাহলে আপনি হাসপাতাল থেকে বিনামুল্যে ভ্যাকসিন নিতে পারবেন। মোটামুটি ৪ ডোজ ভ্যাকসিন নিতে হয়।

আর সরকারী হাসপাতালে বিড়ালের কামড়ের ভ্যাকসিন (র‍্যাবিস ভ্যাকসিন) অ্যাভেইলেবল না থাকলে, কিংবা না পেলে তাহলে আপনাকে বাইরের মেডিক্যাল শপ কিংবা ওষুদের দোকান থেকে এই ভ্যাকসিন কিনে নিতে হবে। এর দাম কোম্পানি ভেদে ৫০০ থেকে ৬০০ টাকা হয়ে থাকে। নিচে কিছু কোম্পানির দামের তালিকা দেওয়া হলঃ

রবীপুর (Rabipur) ৬৪০ টাকা
রাবিভ্যাক্স (Rabivax)৫০০ টাকা
রাবিক্স-ভিসি (Rabix vc)৫০০ টাকা
ভেরোরাব (Verorab)৯৯৮ টাকা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *