ডিজিটাল এই যুগে ইমেইল(EMAIL) একাউন্ট থাকা খুবি গুরুত্বপূর্ণ। আর গুগল, এবং গুগলের সার্ভিস গুলো ব্যবহার করতে গুগলের ইমেইল অর্থাৎ জিমেইল থাকা বাধ্যতামূলক। যেহেতু জিমেইল(GMAIL) ফ্রি, এবং অ্যান্ড্রয়েড(ANDROID) ফোনেও জিমেইল লগিন করেই আমাদের সব কিছু ব্যবহার করতে হয়, তাই অনেকেই জানতে চাই জিমেইল আইডি কিভাবে খুলবো। চলুন আজ স্টেপ বাই স্টেপ জেনে নিবো জিমেইল আইডি কিভাবে খুলবো।
স্টেপ ১ – জিমেইল আইডি কিভাবে খুলবো
জিমেইল একাউন্ট খুলতে প্রথমেই আমাদের https://www.google.com/intl/bn/gmail/about/ এই ওয়েবসাইটে এ যেতে হবে, অথবা গুগল, অর্থাৎ https://google.com এই লিংকে গিয়ে gmail লিখে সার্চ করে, প্রথমে যে জিমেইল লিংক আসে সেটা ওপেন করতে হবে।

এই লিংক ওপেন করলে এমন পেজ পাবেন

এখান থেকে “অ্যাকাউন্ট তৈরি করুন” এই বাটনে ক্লিক করুন।
স্টেপ ২ – জিমেইল আইডি কিভাবে খুলবো
এবার আপনি এমন পেজ দেখতে পাবেন –

এখানে যে গুলো ফিলআপ করবেন –
নামঃ প্রথম বক্সে নামের প্রথম অংশ দেবেন, এবং সেকেন্ড বক্সে নামের শেষ অংশ দেবেন।
অর্থাৎ আপনার নাম যদি হয় – MD. RAHIM MIA
প্রথম বক্সে যাবে MD. RAHIM, সেকেন্ড বক্সে যাবে MIA
এবার ইউজারনেম অংশে আপনি একটা মনে রাখার মত, এবং সহজ ইউজারনেম দিন। খেয়াল করুন এটাই আপনার ইমেইল হবে।
আপনি এখানে আপনার নাম, বা সংখ্যা এড করতে পারেন, আপনার ইউজারনেম কেমন দিতে পারেন ?
MD.RAHIM , RAHIM2022 এরকম দিতে পারেন। রহিমের জায়গায় আপনি আপনার নাম বা পছন্দের সপ্ন দিন। দেখবেন ইউজারনেম দেওয়ার সাথে সাথে আপনাকে বলে দিবে এটা আভেইলেবল আছে কিনা। আভেইলেবল না থাকলে অন্য ইউজারনেম দিন। ইউজারনেম যা দেবেন সেটার সাথে @gmail.com যুক্ত হয়ে আপনার ইমেইল তৈরি হবে। যেমনঃ ইউজার নেম যদি হয় BDKICK তাহলে ইমেইল হবে BDKICK@GMAIL.COM
এরপর আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড অবশ্যই মিনিমাম ৮ সংখ্যার হতে হবে, একইসাথে পাসওয়ার্ড এর মধ্যে বর্ণ + সংখ্যা + সংকেত(সিম্বল (SYMBOL – #$@*/?><)) থাকতে হবে। এই একই পাসওয়ার্ড CONFIRM PASSWORD বক্সেও দিন। অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন। এরপর আপনি NEXT বাটনে ক্লিক করুন ।
স্টেপ ৩ – জিমেইল আইডি কিভাবে খুলবো
এবার এরকম পেজ আসবে –

এখানে আপনি আপনার ফোন নাম্বার দিন, অবশ্যই ফোনটি তখন আপনার সাথে থাকা লাগবে। ফোন নাম্বার দেওয়ার পর আপনি NEXT বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪ – জিমেইল আইডি কিভাবে খুলবো
এবার এরকম পেজ আসবে –

এখানে ভেরিফাই এ ক্লিক করুন। এরপর আরেকটি পেজ ওপেন হবে, ঠিক এরকম –

ছবিতে দেখানো জিনিস গুলো ফিলআপ করে আপনি NEXT এ ক্লিক করুন। এবার আরেকটি পেজ আসলে সেখানে নিচের দিকে স্ক্রল করলে I AGREE নামে বাটন পাবেন, সেটাতে ক্লিক করুন।

ফাইনাল স্টেপ – জিমেইল আইডি কিভাবে খুলবো
এবার আপনার জিমেইল রেডি – শুধু স্কিপে ক্লিক করলেই ।

এই যে আপনার জিমেইল

আশা করি জিমেইল আইডি কিভাবে খুলবো এটা আপনাদের ক্লিয়ার। কোন প্রব্লেম হলে অবশ্যই জানাবেন।