Skip to content
Home » ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ

ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ

ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ

ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন স্কিল। ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন এই ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড রয়েছে, ঠিক তেমনি লোকাল মার্কেটেও দিন দিন এর চাহিদা বাড়ছে। তাই এই সেক্টরে এখন স্কিলফুল লোকের যথেষ্ট চাহিদা এবং প্রয়োজন রয়েছে । তবে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থাকলে আপনি নিজেই এটা শিখতে পারেন। চলুন জেনে নেই ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ কেমন টাইপ হতে হবে, বা ডিজিটাল মার্কেটিং এর জন্য কম্পিউটার কতটুকু পাওয়ারফুল হতে হবে।

ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ

ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার হাই কনফিগারেশনের ল্যাপটপ দরকার নেই। আপনি মোটামুটি কনফিগারেশনের ল্যাপটপ ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে পারবেন। এখানে মোটামুটি কনফিগারেশন বলতে বুঝাচ্ছি যে কনফিগারেশনের কম্পিউটারে/ল্যাপটপে ভালভাবে ইন্টারনেট ব্রাউজ করা যায়, প্রয়োজনীয় সফটওয়্যার যেমনঃ মাইক্রোসফট অফিস, এক্সসেল, পাওয়াপয়েন্ট চালানো যায় ইত্যাদি। যেমনঃ বর্তমান পোস্টটি লেখার জন্য আমি কোর আই ৩ এর রছি জেনারেশনের (Core i3 – 7th Generation )এর একটি ল্যাপটপ ব্যবহার করছি। এটায় ৪জিবি র‍্যাম এবং একটা ১২০ জিবি এসএসডি আছে, এরকম কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে আপনি খুব সহজেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে পারবেন।

মিনিমাম কনফিগারেশন যদি কেউ জানতে চায় তাহলে আমি বলবো, কোর আই ৩ এবং ৬ জেনারেশন ( Core i3 – 6th Generation) এর ল্যাপটপ দিয়ে কাজ করুন, সাথে এসএসডি এবং মিনিমাম ৪ জিবি র‍্যাম রাখুন। আপনি খুব সহজে এবং কমফোর্ট ভাবে ডিজিটাল মার্কেটিং কাজ গুলো করতে পারবেন।

নিচে এরকম কয়েকটি ল্যাপটপের নাম এবং কনফিগারেশন দেওয়া হলঃ

Lenovo IP320 6th Gen Core i3
Asus X543UA Core i3 6th
Asus VivoBook 14 X415FA Core i3 10th Gen
Lenovo IdeaPad Slim 3i Core i3 10th Gen
Toshiba Dynabook Satellite Pro C40-G-11I Core i3 10th Gen

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *