ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর জন্য খুব ভাল কনফিগারেশনের ল্যাপটপ জরুরী নয়। ওয়েবসাইট ব্রাউজ করা যায় এরকম একটা ল্যাপটপ দিয়েই আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর কাজ গুলি করতে পারবেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর জন্য ইডিটর হিসেবে যে সফটওয়ার গুলি লাগে, সেগুলোর অধিকাংশই হালকা সফটওয়্যার, কম মেগাবাইটের। যেমনঃ নোটপ্যাড (Notepad), নোটপ্যাড প্লাস প্লাস (Notepad++), ভিএস কোড(VS Code) কিংবা সাবলাইম টেক্সট (Sublime Text) ইত্যাদি।
আর ওয়েবসাইট রান করার জন্য একটা ওয়েব ব্রাউজার প্রয়োজন, যেমনঃ গুগল ক্রোম (Google Chrome), মজিলা ফায়ারফক্স (Mozila FireFox) কিংবা অপেরা মিনি (Opera Mini) ইত্যাদি। আর এই সফটওয়্যার গুলি যেকোনো ল্যাপটপ দিয়েই চালানো সম্ভব। কনফিগারেশন জানতে চাইলে বলবো আপনি সর্বনিম্ন কোর আই ৩ এর ৬ষ্ট জেনারেশন (Core i3 – 6th Generation) এর ল্যাপটপ কিনুন, সাথে ৪ জিবি (4GB RAM) র্যাম যথেষ্ট। পাশাপাশি আমি সাজেস্ট করবো বাজেটের মধ্যে একটা এসএসডি (SSD) লাগিয়ে নিতে, তাহলে আপনি খুবি ভালোভাবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড কাজ গুলো করতে পারবেন। অর্থাৎ এক কথায় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর জন্য মোটামুটি যেকোনো ল্যাপটপ হলে হবে, আপনি কাজ করতে পারবেন।
আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর জার্নি শুভ হোক।