Skip to content
Home » ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি

ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি

ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি

সহজে ওয়েবসাইট তৈরী করার জন্য ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম। ওয়ার্ডপ্রেস কে বলা হয় মোস্ট পপুলার সিএমএস। প্রায় সবরকম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে এবং খুব দ্রুত তৈরী করা যায়। তাই অনেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি করতে চান। চলুন আজ জেনে নিবো কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি করা যায়।

কেন ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি করবেন?

ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে এই প্রশ্নের উত্তর ই বলে দেয় কেন ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি করবো আমরা। ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরী করতে আপনার কোনো কোডিং নলেজ লাগবেনা। কোনো রকম কোডিং নলেজ ছাড়াই আপনি সহজে একটা নিউজ ওয়েবসাইট তৈরী করতে পারবেন শুধু ওয়ার্ডপ্রেসেই। আবার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট অনেক দ্রুত তৈরী করা যায়।  এছাড়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও (SEO) ফ্রেন্ডলি। তাই SEO তে ভালো করতে চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী করা উচিত।

ওয়ার্ডপ্রেস ওয়েবাসাইটে এক্সট্রা ফাংশনালিটি যোগ করতে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি অনেক প্লাগিন আছে। যেগুলো খুব সহজে ব্যবহার করে আমরা আমাদের সাইটে ফাংশনালিটি বাড়াতে বা এড করতে পারি। আর এসব কিছুই পাবো ফ্রিতে।

তাই নিউজ ওয়েবসাইট তৈরী করার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট।

ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগবে

ওয়েবসাইটের জন্য আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে, আপনার যদি ডোমেইন/হোস্টিং ইতিমধ্যে থাকে তাহলে আর লাগবে না।

এছাড়া আরো যা লাগবেঃ

  • ওয়ার্ডপ্রেস থিম (প্রিমিয়াম কিংবা ফ্রি)
  • নিউজ সাইটের জন্য একটা লোগো
  • একটা নাম
  • একটা ট্যাগলাইন

এগুলো রেডি থাকলে আপনি নিউজ সাইট তৈরী করার জন্য প্রস্তুত। লোগো টা আপনি আপাতত না রেখে, পরেও দিতে পারেন।

কীভাবে শুরু করবো?

প্রথমেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে আমাদের ওয়েবসাইটে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন আমরা আমাদের সিপ্যানেলে পেয়ে যাবো। 

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময়, ওয়েবসাইটের টাইটেল, ট্যাগলাইন চাইবে এগুলো দিয়ে দিতে হবে। একইসাথে ইউজারনেম পাসওয়ার্ড সেট করতে হবে, এবং ইউজারনেম পাসওয়ার্ড মনে রাখতে হবে, কারন ইউজারনেম পাসওয়ার্ড পরবর্তীতে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগিনের কাজে লাগবে। তাই মনে রাখার জন্য আমরা ইউজারনেম পাসওয়ার্ড কোথাও লিখে রাখতে পারি, কিংবা সেভ করে রাখতে পারি।

এবার ওয়ার্ডপ্রেস ইন্সটল শেষে, আমরা ড্যাশবোর্ডে লগিন করবো। ড্যাশবোর্ডে লগিনের জন্য ওয়েবসাইট ইউএরএল(URL) / wp-admin লিখে ব্রাউজার এ ইন্টার প্রেস করবো৷ আরো অনেক ভাবে ওয়ার্ডপ্রেসে লগিন করা যায়, যেমনঃ ওয়েবসাইট ইউএরএল(URL) / login, ওয়েবসাইট ইউএরএল(URL) / wp-login.php ইত্যাদি। 

লগিন পেজে যাওয়ার পর আমরা ইউজার নেম, পাসওয়ার্ড দিবো, এবং লগিন বাটনে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো।

এবার ড্যাশবোর্ডের বিভিন্ন অপশন থেকে, নিজেদের প্রয়োজনীয় অপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। সর্বপ্রথম আমরা সেটিং অপশন থেকে পারমালিংকে ক্লিক করে, পারমালিংকের অপশন থেকে পোস্ট নেম অপশন সিলেক্ট করবো। এতে ওয়েরবাইটের বিভিন্ন পেজ/পোস্ট এর ইউএরএল স্টাকচার এসইও ফ্রেন্ডলি হবে।

একইসাথে আমাদের ইন্সটল করা ওয়ার্ডপ্রেসে সার্চ ইঞ্জিন ইনড্রেক্সিং প্রথম অবস্থায় বন্ধ রাখতে হবে। সেই জন্য সেটিং থেকে রিডিং অপশন, এরপর ডিসকারেজ টু ইনড্রেক্সিং এ টিক মার্ক দিয়ে দিবো। তাহলে ইনড্রেক্সিং অফ হয়ে যাবে, নিউজ ওয়েবসাইট তৈরি করা শেষে আমরা ইনড্রেক্সিং আবার অন করে দিবো।

পরের স্টেপে আমরা ওয়েবসাইটে ডিফল্ট অবস্থায় যে পোস্ট, পেজ, প্লাগিন সেগুলো ডিলেট করে ফেলবো।কারন এগুলো আমাদের লাগবেনা। 

থিম এ গিয়ে, একটা থিম রেখে বাকি গুলো ডিলেট করে ফেলবো। 

এবার আমাদের থিম ইন্সটল করার সময়। এই জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম যাবো, থিম থেকে এড নিউ এ গিয়ে আমাদের থিম লোকেশন দেখিয়ে দিতে হবে।

এখন প্রশ্ন থিম কোথায় পাবো? আমরা ফ্রি থিম ডাউনলোড করতে পারি কিংবা প্রিমিয়াম থিম কিনতে পারি। প্রিমিয়াম থিম কেনার জন্য বেস্ট মার্কেটপ্লেস হচ্ছে থিমফরেস্ট। আর ফ্রি থিম ডাউনলোড করার জন্ঢ় ওয়ার্ডপ্রেস ডট অরগ, এই সাইট ইউজ করে থিম ফ্রি ডাউনলোড করবো। আপনার যেমন ওয়েবসাইট দরকার তেমন একটি থিম ডাউনলোড করুন। এরপর এই থিম টা ইন্সটল করতে হবে। ইনস্টলেশন শেষে আমাদের এবার থিমটাকে একটিভ করতে হবে।

একটিভ করার পর থিমের ডকুমেন্টেশন পড়ে, সেই অনুযায়ী পছন্দের ডেমো ইমপোর্ট করবো। ব্যাস আমাদের ওয়েবসাইট এবার রেডি। 

এবার ডেমো ডাটা গুলো এডিট করতে চাইলে, সেগুলো এডিট করবো। একইসাথে পোস্ট অপশন থেকে ডেম পোস্ট গুলো ডিলেট করে, নিজেদের নিউজ গুলো পোস্ট আকারে পাব্লিস করবো।

এভাবেই ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি যায়। 

Spread the love

1 thought on “ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি”

  1. Pingback: ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে - বিডি কিক

Comments are closed.