ফ্রিল্যান্সিং এই প্রজন্মের জন্য এক আশীর্বাদ। তাই ফ্রিল্যান্সিং এ আগ্রহী এই তরুন প্রজন্মের সবার জানার ইচ্ছা ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি। বর্তমানে ফ্রিল্যান্সিং এ অনেক রকমের ক্যাটাগরিতে কাজ রয়েছে। আর এই কাজ গুলোর মধ্যে কোনটির চাহিদা কম আবার কোনটির চাহিদা বেশি। ফ্রিল্যান্সিং এ যে কাজের চাহিদা বেশি, সেই কাজগুলো শিখলে এবং করলে অপেক্ষাকৃত দ্রুত কাজ পাওয়া যায়, কাজ ও বেশি পাওয়া যায়, একই সাথে ইনকাম ও বেশি করা যায়।
তাই চলুন বিভিন্ন জরিপ অনুযায়ী আজ জেনে নেয়া যাক ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি।
আপওয়ার্কের জরিপ অনুযায়ী ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি
টপ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্কের(UPWORK) জরিপ ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এটি বোঝানোর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাবে কাজ গুলো লিস্টিং(LISTING) করেছে।
লিস্ট নং ১ এ তারা বিভিন্ন টেক স্কিল র্যাংকিং করেছে। এই র্যাংকিং অনুযায়ী যে কাজ গুলোর চাহিদা বেশিঃ
#1 ওয়েব ডিজাইন – WEB DESIGN
সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন কাজ এত বেশি চাহিদা সম্পন্ন হওয়ার কারন হচ্ছে, প্রায় ৯০% (WEBFX অনুযায়ী) ব্র্যান্ড তাদের ওয়েবসাইটের দিকে সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকে।
#2 ওয়ার্ডপ্রেস – WORDPRESS
চাহিদার দিক থেকে ওয়ার্ডপ্রেস ২য় অবস্থানে রয়েছে। ফ্রিল্যান্সিং এর এই টপ স্কিল থেকে প্রচুর পরিমানে অর্থ উপার্জন সম্ভব অনেক অল্প সময়ে। SIMPLYHIRED এর তথ্য অনুযায়ী একজন ওয়ার্ডপ্রেস ফ্রিল্যন্সার বছরে প্রায় ৫৬ হাজার ডলার ইনকাম করে থাকে।
#3 ওয়েব প্রোগ্রামিং – WEB PROGRAMMING
ওয়েব প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং সেক্টরের আরেকটি জনপ্রিয় স্কিল। এটি চাহিদার দিক থেকে আপওয়ার্কের লিস্টের ৩ নম্বরে আছে। এটি আসলে ওয়েব ডেভলপমেন্টের সাথে রিলেটেড(RELATED)। যেকোনো ওয়েব ডেভলপমেন্ট স্কিলই ওয়েব প্রোগ্রামিং এর আওতায় পরে।
#4 জাভাস্কিপ্ট – JAVASCRIPT
জাভাস্কিপ্ট এর চাহিদা যে বিশ্বে কতটা, তা ওয়েব ডেভলপারদের অজানা নয়। তাই ওয়েব ডেভলপমেন্টের ক্ষেত্রে জাভাস্কিপ্ট টুল আপওয়ার্কের টপ স্কিল লিস্টের ৪ নম্বরে রয়েছে।
#5 সিএসএস – CSS
সিএসএস ওয়েব ডিজাইন সেক্টরের একটি টুল। আপওয়ার্কের তথ্যমতে এটির চাহিদা ও বেশ, এবং এটিকে তারা ৫ নম্বরে রেখেছে ।
উপরের র্যাঙ্কিং এর এই টপ ৫ টি বিষয় দেখলেই বোঝা যায়, এই ৫ টি কাজই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড। আবার তাদের লিস্টের পরবর্তী ক্রমানুসার অনুযায়ী ৬,৭,৮,৯ নম্বরে যথাক্রমে এইচটিএমএ, পিএইচপি, শপিফাই, এপিআই রয়েছে। এগুলোও ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড। তাই নিঃসন্দেহে আপওয়ার্কের জরিপ মতে ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বেশি চাহিদা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কাজের।
ফাইনালি ১০ নং স্কিলে তারা গ্রাফিক্স ডিজাইন উল্লেখ করেছে। তাই আমরা এটাকে ২য় পজিশন ধরতে পারি। এই ধরনের কাজ শিখতে কত টাকা লাগে অর্থাৎ ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে, এগুলো জেনে এখনি আপনি আপনার স্কিল ডেভলপমেন্ট শুরু করে দিতে পারেন।
10 MINUTE SCHOOL অনুযায়ী ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি
তাদের ব্লগ পোষ্ট অনুযায়ী ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি সেগুলো নিচে দেওয়া হলঃ
#1 ওয়েব ডিজাইন – WEB DESIGN
ওয়েব ডিজাইন তাদের তথ্য অনুযায়ী ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কাজ। ওয়েব ডিজাইনের কাজ করে প্রতি ঘন্টা ৮০ ডলার ইনকাম সম্ভব।
#2 ব্লকচেইন টেকনোলজি এন্ড ক্রিপ্টোকারেন্সি – BLOCKCHAIN TECHNOLOGY & CRYPTOCURRENCY
ব্লকচেইন টেকনোলজি এন্ড ক্রিপ্টোকারেন্সি বর্তমান লেটেস্ট টেকনোলজি। এটি নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। আর এই সেক্টরে বর্তমানে স্কিলফুল লোকের পর্যাপ্ত অভাব রয়েছে। তাই এখানেও প্রচুর কাজের সম্ভবনা রয়েছে। ফ্রিল্যান্সিং এই কাজের জন্য ব্লকচেইন টেকনোলজি এন্ড ক্রিপ্টোকারেন্সি চাহিদা রয়েছে ।
#3 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – SEARCH ENGINE OPTIMIZATION (SEO)
ডিজিটাল মার্কেটিং এর এই যুগে অরগানিক(ORGANIC) মার্কেটিং এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অতিগুরুত্বপূর্ণ। ওয়েবসাইট গুলো নির্মাণ করাই শেষ কাজ নয়, এগুলো ভিজিটর কাছে পৌছাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন। তাই দিন দিন এর চাহিদা বাড়ছে। তাই ফ্রিল্যান্সিং এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বেশ চাহিদা রয়েছে।
পরিশেষে বলা যায়, যদি প্রশ্ন হয় ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি, তবে নির্দ্বিধায় বলা যায়, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ডিমান্ড এগিয়ে আছে।