Skip to content
Home » ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে

ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে

ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে

মার্কেটপ্লেসে ওয়েব নিয়ে যত কাজ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ওয়ার্ডপ্রেস এর কাজ। তাই ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়ার্ডপ্রেস লার্নার দের কৌতূহলের শেষ নেই। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে?

ওয়ার্ডপ্রেস একটি পপুলার এবং সহজবোধ্য একটা সিএমএস। একজন বিগিনার যদি সঠিক গাইডলাইন ফলো করে সে খুব সহজেই এবং কম সময়ে ওয়ার্ডপ্রেস শিখতে পারবে। ওয়ার্ডপ্রেস শেখার মুলত দুইটি ধাপ রয়েছে, এক ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং আরেকটি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। 

ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে

ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন

ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হচ্ছে যেখানে মুলত আগের থেকে জেনারেট করা কন্টেন্ট/ডিজাইন/ফাংশন কে কাস্টমাইজ করা হয়। এখন নতুন ভাবে, কিংবা কোডিং করে নতুন কিছু তৈরি বা ডেভেলপমেন্ট করা হয়না। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস কাস্টমাইজ করতে হবে, এক ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আরেকটি হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগিন কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন মোটামুটিভাবে শিখতে একজনের ২ থেকে ৩ মাস যথেষ্ট সময়। এক্ষেত্রে আপনি প্রতিদিন ২-৩ ঘন্টা সময় দিলে যথেষ্ট। আপনার কাছে যদি বিষয় গুলো বুঝতে বা কঠিন মনে হয় সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে।

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট 

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ওয়ার্ডপ্রেস এর জন্য নতুন কিছু তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এ আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কিংবা ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট করতে হবে। আপনি চাইলে দুটোই শিখতে পারেন। থিম ডেভেলপমেন্ট এ মুলত ওয়ার্ডপ্রেসের জন্য থিম তৈরি করা হয়। অন্যদিকে প্লাগিন ডেভেলপমেন্টে ওয়ার্ডপ্রেসের জন্য বিভিন্ন প্লাগিন তৈরি করা হয়।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ডিজাইন নির্ধারণ করা হয় ওয়ার্ডপ্রেস এর থিম দিয়ে। আর আপনি যখন এই থিম নিজে বানাবেন, তাকেই বলা হয় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট।

ওয়ার্ডপ্রেস কেন শিখব

ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক বেশি পপুলার, মার্কেটে ওয়ার্ডপ্রেসের চাহিদাও অনেক বেশি। আবার ওয়ার্ডপ্রেস শেখাও অনেক সহজ, এবং খুব কম সময়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। তাই ওয়ার্ডপ্রেস শিখলে আপনি অনেক দিক থেকে এগিয়ে থাকবেন। আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস শিখে আয়

ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়েবসাইট তৈরির একটি সহজ প্রক্রিয়া তাই আপনি ওয়ার্ডপ্রেস শিখে আয় করতে পারেন অনেক ভাবেই। ওয়ার্ডপ্রেস শিখে আয় করার জন্য আপনার হাতে অনেক অপশন পাবেন। যেমন আপনি চাইলে ক্লায়েন্ট এর কাছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার সার্ভিস দিতে পারেন। আবার আপনি নিজের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে সেখান থেকেও আয় করতে পারেন। এছাড়া মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। 

ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব

ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনি কোর্স করতে পারেন বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে। কিংবা ইউটিউবেও ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক টিউটোরিয়াল রয়েছে এগুলো দেখতে পারেন। 

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর জন্য বিভিন্ন বাংলা ইংলিশ ইউটিউব চ্যানেল আছে, এগুলো ফলো করতে পারেন ওয়ার্ডপ্রেস শেখার জন্য।

Spread the love

1 thought on “ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে”

  1. Pingback: ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ ওয়েবসাইট তৈরি - বিডি কিক

Comments are closed.