যেহেতু ফাইবার (FIVERR) একটি অনলাইন মার্কেটপ্লেস, তাই অনলাইন ভিত্তিক সকল কাজ-ই ফাইবার (FIVERR) এ করা যায়। ফাইবার (FIVERR) এর যে কাজ গুলো সার্ভিস বা সেল দেয়ার মাধ্যমে ফাইবার (FIVERR)-এ ইনকাম করা যায়, সেগুলোকে ফাইবার (FIVERR) এর ভাষায় গিগ(GIG) বলা হয়। সাধারনত এই গিগ গুলো থেকেই ইনকাম(INCOME) জেনারেট করা হয় ফাইবার (FIVERR) এ।
গিগ কি? কীভাবে কাজ করে গিগ?
ফাইবার (FIVERR) এ যে কাজ টি আপনি সার্ভিস বা সেলিং(SELLING) এর মাধ্যমে আপনি ইনকাম করতে চান, সেটিকে ফাইবার (FIVERR) এ রিপেজেন্ট করার উপায় হচ্ছে গিগ। আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা নিয়ে ডিটেইলস সহকারে আমাদের একটি গিগ তৈরি করতে হবে। গিগ মানেই সার্ভিস। উদাহরন হিসেবে, ফাইবার (FIVERR) কে একটি দোকান এর সাথে কল্পনা করা যায়, এবং দোকানের যে যে প্রডাক্ট/সার্ভিস আছে, সেগুলো একেকটি গিগ। তাই ফাইবার (FIVERR) – এ প্রোফাইল তৈরি করার পর প্রথম কাজ হচ্ছে আপনার জানা কাজ টি নিয়ে আকর্ষনীয় গিগ তৈরী করে ফেলা।
গিগ তৈরী করা শেষ হওয়ার পর, গিগটি ফাইবার (FIVERR) এ পাব্লিস হয়, এবং তারপর আপনার অর্ডার পাওয়ার পালা। কীভাবে অর্ডার পাবেন? আপনার গিগ ফাইবার (FIVERR) এ রয়েছে, এবং ক্লায়েন্ট বা বায়াররা যখন ফাইবার (FIVERR) এ এসে কোন সার্ভিস সার্চ করবে, তখন তাদের খোজা সার্ভিস এবং আপনার দেয়া সার্ভিস নিয়ে গিগটি মিলে গেলেই তারা(বায়াররা) আপনার গিগ দেখতে পাবে। এবং গিগের সবকিছু পছন্দ করলে, সে ঐ গিগে অর্ডার দেবে। ক্লায়েন্ট অর্ডার করার পর-ই আপনি আপনার ফাইবার (FIVERR) একাউন্টে অর্ডারটি দেখতে পাবেন, সাধারনত এভাবেই গিগ কাজ করে থাকে।
ফাইবার (FIVERR) এ কয়টি গিগ খোলা যায়?
যখন কোন নতুন একাউন্ট খোলা হয়, প্রথম অবস্থায় সেই একাউন্টে ৭টি গিগ দেয়া যায়। তবে ফাইবার (FIVERR) এ সেলারদের সেলিং রিপোর্ট, অর্থাৎ আপনি কেমন কাজ পাচ্ছেন, কত ডলার ইনকাম করলেন, এসবের উপর ডিপেন্ড করে সেলারদের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন লেভেল বা ব্যাজ দেয়া হয়। ফাইবার (FIVERR) এর লেভেল গুলোর নাম- লেভেল ১ সেলার, লেভেল ২ সেলার, টপ রেটেড সেলার ইত্যাদি।