Skip to content
Home » স্ট্যাটিক ওয়েবসাইট A টু Z

স্ট্যাটিক ওয়েবসাইট A টু Z

আমরা অনেকেই জানি ওয়েবসাইট মুলত ২ টাইপের হয়ে থাকে, এই ২ টাইপের মধ্যে প্রথমটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং দ্বিতীয়টি হল ডাইনামিক ওয়েবসাইট। আজকে আমরা প্রথম টাইপের ওয়েবসাইট অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট এর বিস্তারিত নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাকঃ

স্ট্যাটিক কি

স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে জানতে গেলে আমাদের, স্ট্যাটিক শব্দটির সাথে পরিচিত হতে হবে। স্ট্যাটিক শব্দটি একটি ইংরেজি শব্দ, এটির ইংরেজি বানান হচ্ছে – STATIC. এই স্ট্যাটিক এর মানে হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায় না, অর্থাৎ যেটি অপরিবর্তনীয়, কিংবা পরিবর্তন করা কঠিন। 

স্ট্যাটিক ওয়েবসাইট কি

স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট স্থির, অর্থাৎ ইউজার ভেদে এটা পরিবর্তন হয়না, কিংবা সহজে পরিবর্তন করা যায়না, অথবা অপরিবর্তনীয়। স্ট্যাটিক ওয়েবসাইট ওয়েবসাইটে তথ্য পরিবর্তন করতে গেলে আপনাকে কোডিং জানতে হবে, কারন সাধারনত স্ট্যাটিক ওয়েবসাইট গুলোতে কোডিং মাধ্যমে কন্টেন্ট দেখানো হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের আরেকটি ব্যাপার হচ্ছে এটা ইউজার এর সাথে ইন্টারেক্ট করতে পারেনা, অর্থাৎ ইউজার কি চাচ্ছে সেটা স্ট্যাটিক ওয়েবসাইট এ ইনপুট দেওয়া যায়না। 

স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য

স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলঃ

  • স্ট্যাটিক ওয়েবসাইটের এর কন্টেন্ট স্থায়ী, অপরিবর্তনীয়, এবং পরিবর্তন কঠিন।
  • স্ট্যাটিক ওয়েবসাইট এ কোন ডেটাবেজ থাকেনা।
  • স্ট্যাটিক ওয়েবসাইট ইউজার বেসড করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ইউজার কে ভিন্ন ভিন্ন কন্টেন্ট দেখাবে, এটা করতে পারেনা। এটি সব ইউজার কে একই কন্টেন্ট দেখায়।
  • স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামুলক দ্রুত লোড হয়। অর্থাৎ এর স্পিড ভালো থাকে।
  • স্ট্যাটিক ওয়েবসাইটে যেহুতু ডেটাবেজ নেই, তাই সিকিউরুটি নিয়ে তেমন প্রবলেম হয়না।
  • ইউজার এর সাথে ইন্টারেকশন করা, কিংবা ইউজার এর ইনপুট নেওয়ার ক্ষমতা স্ট্যাটিক ওয়েবসাইটের নেই।
  • স্ট্যাটিক ওয়েবসাইট মেইনটেনেন্স সহজ, এবং খরচ নেই বললেই চলে।
  • স্ট্যাটিক ওয়েবসাইট আপডেট করা সহজ নয়, কোডিং নলেজ না থাকলে এর কন্টেন্ট আপডেট করা কঠিন।
  • ছোট টাইপের কোম্পানি কিংবা, ছোট পার্সোনাল ব্লগের জন্য স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার করা যায়। 
  • স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে খরচ কম।

স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা কোনটি

স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা হচ্ছে HTML এবং CSS, চাইলে এর সাথে JavaScript ব্যবহার করা যায়। 

স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক

আপনার প্রয়োজন অনুসারে বুঝা যাবে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক আপনার জন্য। যেমনঃ আপনার যদি শুধু সিম্পল কিছু কন্টেন্ট, যেমনঃ আপনার কোম্পানির নাম, ঠিকানা ইত্যাদি প্রকাশ করার জন্য একটা ওয়েবসাইট দরকার হয়, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট আপনার জন্য ভালো হবে।  

কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইটে অনেক ফাংশন, অনেক কন্টেন্ট দেখাতে চান, তাহলে আপনার জন্য ডাইনামিক ওয়েবসাইট ভালো হবে। এছাড়া স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য জানলে আপনি সহজেই বুঝতে পারবেন কোনটি বেশি সুবিধাজনক আপনার জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *