ডোমেইন নেম হচ্ছে একটা স্বতন্ত্র(UNIQUE) এড্রেস, যে এড্রেস বা ঠিকানা থেকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট সহজেই ব্রাউজ করা যায়। এই ডোমেইন নেম অর্থাৎ এই এড্রেস কে সংক্ষেপে ইউআরএল (URL – UNIFORM RESOURCE LOCATOR) বলা হয়। আমরা লাইভ ওয়েবসাইট তৈরি করতে চাইলেই প্রথম স্টেপ হিসেবে আগে একজন ডোমেইন প্রভাইডার থেকে সেই ওয়েবসাইটের জন্য, একটি UNIQUE ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। প্রশ্ন আসতে পারে, কেন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় ? কিংবা কারাই এই ডোমেইন নেম রেজিস্ট্রেশন প্রভাইড করে ! কিংবা কিভাবে এই ডোমেইন নেম রেজিস্ট্রেশন কাজ করে। চলুন আজ এই নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো?
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয়তা
একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার প্রয়োজন তখনই হয় যখন ইন্টারনেটে আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। একটু চিন্তা করে দেখুন, ইন্টারনেটে এত এত ওয়েবসাইট, এগুলোর যদি নিজস্ব কোন স্বতন্ত্র(UNIQUE) এড্রেস না থাকতো!! আমরা কিভাবে এগুলো একসেস করতে পারতাম? আমরা এই কারনেই সহজে একসেস করতে পারি, কেননা এগুলোর একটা সহজ এবং স্বতন্ত্র(UNIQUE) এড্রেস আছে।
ডোমেইন নেম কিভাবে কাজ করে? আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রূপ ব্যাখ্যা কর
একটা ডোমেইন নেম কিংবা একটি স্বতন্ত্র(UNIQUE) এড্রেস মানেই একটা আইপি, অর্থাৎ আপনি যখন কোন ডোমেইন নেম এ হিট করেন, মানে ব্রাউজারে ডোমেইন টাইপ করে ইন্টার প্রেস করেন তখনই ঐ ডোমেইন নেম একটা স্পেসিপিক আইপি এড্রেস কে হিট করে। আর আপনার এই আইপি এড্রেস কানেক্ট থাকে একটা সার্ভার এর সাথে, যেখানে থাকা ওয়েবসাইট আমরা দেখতে পাই। এভাবে ডোমেইন নেম কাজ করে এবং আমরা খুব সহজেই যেকোনো ওয়েবসাইট মুহূর্তের মধ্যে ডোমেইনে নাম লিখেই খুব সহজে ব্রাউজ করতে পারি।
কেন আইপি এড্রেস এর চেয়ে ডোমেইন নেম সুবিধাজনক?
ডোমেইন নেম বাদ দিয়ে যদি আমরা আইপি এড্রেস ব্যবহার করতাম, তাহলে আমাদের জন্য ইন্টারনেট ব্যবহার অবশ্যই এত সহজ হতো না। কারন আইপি এড্রেস মনে রাখা সহজ বিষয় না, আপনাকে যদি এখন বলা হয় অমুক ওয়েবসাইট এর এড্রেস ১১০.১২৫.২৩.৫৬৫.৫, আপনি কতক্ষণ এটা মনে রাখতে পারবেন? ধরে নিলাম এটা মুখস্তই করলেন, কিন্তু এরকম তো একটা ওয়েবসাইট আমাদের লাগে না, শত শত এমনকি হাজার হাজার ওয়েবসাইট আমাদের মনে রাখার প্রয়োজন পরে। আমরা খুব সহজেই এগুলো মনে রাখতে পারি, এই ডোমেইন নেম থাকার কারনেই। কারন সংখ্যার চেয়ে মানুষ শব্দ ভালো মনে রাখতে পারে। এই কারনেই ডোমেইন নেম প্রয়োজন এবং এই জন্যই বলা হয় আইপি এড্রেস এর চেয়ে ডোমেইন নেম সুবিধাজনক।