Skip to content
Home » মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৫০ হাজার টাকা আয় করা খুব কঠিন না হলেও এটা খুব সহজ বিষয় না। প্রতিমাসে ৫০ হাজার টাকা ইনকাম করা বর্তমানে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। জিনিস পত্রের দাম বৃদ্ধি, জীবন যাত্রার সব কিছুর খরচ বৃদ্ধি ইত্যাদি কারনে আমাদের এখন মাসে ৫০ হাজার টাকা দিয়েও সবকিছু মেলানো কঠিন ব্যাপার হয়ে  দাঁড়িয়েছে। যাই হোক, মাসে ৫০ হাজার টাকা আয় অনেক উপায়ে করা যেতে পারে, আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি সহজ উপায় গুলো শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু প্রথমে একটা প্রশ্ন আপনাকে করি, চাকরি থেকে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা যাবে? চলুন এই উত্তর খুজি প্রথমে। 

চাকরি এবং মাসে ৫০ হাজার টাকা আয়

৫০ হাজার টাকা বেতনের চাকরি নেই, ব্যাপারটা এমন না। মার্কেটে প্রচুর চাকরি রয়েছে যেগুলোর বেতন ৫০ হাজার টাকা কিংবা এর চেয়ে ও বেশি। কিন্তু এই ৫০ হাজার টাকা বেতনের চাকরি পেতে চাইলে লাগে অভিজ্ঞতা, বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন মিনিমাম ২-৩ বছরের এক্সপিরিয়েন্স না থাকলে কখনই কারো বেতন ৫০ হাজার টাকা হয়না। আবার এই ধরনের চাকরি গুলোর জন্য থাকতে হয় স্কিল, এবং একইসাথে উচ্চশিক্ষা। সেটা যাই হোক, নতুন হিসেবে এবং আমাদের দেশের আর্থিক অবস্থা অনুযায়ী প্রথমেই কেউ ৫০ হাজার টাকা বেতনের চাকরি পাবে, ব্যাপারটা এক প্রকার অসম্ভব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি নতুন অবস্থায় চাকরির মাধ্যমে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন না। 

চাকরি দিয়ে না হলে কোথা থেকে মাসে ৫০ হাজার টাকা আয় করা যাবে? 

চাকরি ছাড়া আয় করা অন্য উপায় হিসেবে যেটা আছে, সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা করে কি মাসে ৫০ হাজার টাকা আয় করা যাবে? অবশ্যই যাবে। নতুন অবস্থায় কি ব্যবসা থেকে মাসে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি একটু বুদ্ধি খাটিয়ে একটা ব্যবসা শুরু করেন, সৎ থাকেন, পরিশ্রম করেন অবশ্যই একটা ব্যবসা থেকে মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন কি ব্যবসা করলে মাসে ৫০ হাজার টাকা আয় করা যাবে, উত্তর হচ্ছে অনেক ব্যবসা দিয়েই করা যাবে, আমি কয়েকটি শেয়ার করবো, তবে এর মানে এই না যে আপনি এইগুলো ছাড়া অন্য কোন ব্যবসা দিয়ে ৫০ হাজার টাকা কিংবা এর চেয়ে বেশি আয় করতে পারবেন না। আমি শুধু ধারনা দিচ্ছি, বাকিটুকু আপনার উপর।

ব্যবসা করতে তো টাকা লাগে, টাকা নেই কি করবো?

ব্যবসা করতে টাকা লাগে সত্যি, আপনার যদি ০ টাকা থাকে তার মানে আসলেই আপনি ব্যবসা শুরু করার উপযুক্ত নন। তাই এই অবস্থায় আপনার উচিত হবে, কোন একটা চাকরি করে কিছু টাকা জমিয়ে নেয়া, এরপর ই ব্যবসা তে আসেন। তারাহুরা করার কিছু নেই। কাল থেকেই আপনাকে ব্যবসা শুরু করতে হবে, বিষয়টা তো এমন না। তবে আপনার কাছে যদি টাকা থাকে, আপনার জন্য ব্যবসা শুরু করা টা সহজ হবে।

চাকরির পাশাপাশি কি ব্যবসা শুরু করা যাবে?

হ্যা এটা একটা ভাল আইডিয়া। আপনার পক্ষে যদি চাকরির পাশাপাশি ব্যবসা করার সময়, সুযোগ থাকে আপনি চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করুন। এতে ২ দিক থেকে ইনকাম হবে, তাহলে আপনি খুব সহজেই ৫০ হাজার কিংবা এর বেশি আয় করতে পারবেন। \

এখন চলুন জেনে নেই –  

মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৫০ হাজার টাকা আয় করা যাবে এমন ২ টি সহজ ব্যবসা নিচে শেয়ার করলামঃ

ডিজিটাল প্রোডাক্ট বিক্রিঃ হ্যা ডিজিটাল প্রোডাক্ট বিক্রির ব্যবসা করে আপনি খুব সহজে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই হয়তো জানেন ডিজিটাল প্রোডাক্ট কি। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল ফাইল, যেমনঃ একটা ওয়ার্ড ফাইল, যেটায় হয়তো আপনার একটা সিভি তৈরি করা। এই ধরনের বিভিন্ন ডিজিটাল ফাইল আপনি সেল করে ইনকাম করতে পারবেন। এই ফাইল কাওকে দিয়ে বানিয়ে নিতে পারেন, কিংবা নিজেও বানাতে পারেন। এই ধরনের একটা ফাইল ই আপনি বার বার বিক্রি করতে পারবেন।

ই-কমার্স বিজনেস

জি এটা অনলাইনে প্রোডাক্ট বিক্রি, কিন্তু এটা ফিজিক্যাল প্রোডাক্ট। বাংলাদেশে এটি এখন ট্রেন্ডিং বিজনেস। অনেকেই করছে, এবং বেশিরভাগ লোকই সফল, একইসাথে ইনকাম ও ভাল। আপনি যেকোনো ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু আমি বলবো শুরুতে আপনি আপনার সহজলভ্য প্রোডাক্ট দিয়ে শুরু করুন, যেন সবার তুলনায় কমটাকায় আপনি সেল করতে পারেন।

মাসে ৫০ হাজার টাকা আয় করা যাবে টিউশন থেকেও, এটাকে আমি চাকরি বা ব্যবসা কোনটাই বলবনা, বরং এটি অন্য রকম একটা ভাললাগার কাজ, যা হয়তো সবাই জীবনে একবার হলেও করেছে।

টিউশন থেকে মাসে ৫০ হাজার টাকা আয়

আপনি চাইলে টিউশন করে মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারেন। তবে এটা গ্রামে কিংবা জেলা শহরে করলে মাসে ৫০ হাজার কিংবা এর সমপরিমান টাকা আয় করা কঠিন। টিউশন করে ভাল ইনকাম করতে চাইলে আপনাকে ঢাকা কিংবা চট্টগ্রাম এর মত বিগ সিটি গুলোতে টিউশন করতে পারেন।

ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার টাকা আয়

আমাদের দেশে এখন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর এক প্রকার জোয়ার বইছে। সারাদেশে প্রচুর পরিমানে ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, এবং তারা ভাল ইনকাম করছে যেটা দেখার মত বিষয়। মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা ফ্রিল্যান্সিং এ তেমন কোন বিষয় না। কিন্তু ফ্রিল্যান্সিং করে আয় করতে গেলে লাগে ধৈর্য, এবং স্কিল। ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার টাকা আয় করা সহজ মানে এই নয় আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন আর আয় শুরু হয়ে গেল। আপনাকে ধৈর্য ধরে স্কিল শিখে তারপর নিয়মিত কাজের চেষ্টা করে ফ্রিল্যান্সিং এ সফলতা পেতে হবে। 

মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় গুলো শেয়ার করলাম, এগুলোই যে একমাত্র উপায় এমন না, আমি শুধু ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে আপনার বুদ্ধি খাটিয়ে একটু চেষ্টা করেই মাসে ৫০ হাজার কিংবা এর চেয়ে বেশি  টাকা আয় করতে পারবেন। আপনার জন্য শুভকামনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *