ফ্রিল্যান্সিং এর এর টাকা পাওয়ার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে PAYONEER । প্রায় সকল মার্কেটপ্লেস থেকে টাকা পাওয়ার জন্য বাংলাদেশের ফ্রিল্যান্সাররা PAYONEER পেমেন্ট মেথড ব্যবহার করে থাকে। PAYONEER পেমেন্ট মেথড সহজ, নিরাপদ এবং দ্রুতগতির হওয়ায় এটি দিন দিন আর জনপ্রিয় হচ্ছে।