ওয়েবসাইট তৈরি করার পর অবশ্যই ওয়েবসাইট কোথাও না কোথাও রাখতে হয়। এই যে ওয়েবসাইট কোথাও না কোথাও রাখার ব্যাপার, অর্থাৎ স্টোর করার যে বিষয় সেটিকেই বলা হয় ওয়েবসাইট হোস্ট করা। আর যেখানে ওয়েবসাইট হোস্ট করে রাখা হয় সেটাকে বলা হয় হোস্টিং।
আপনি চাইলে আপনার নিজের কম্পিউটারেও ওয়েবসাইট তৈরি করে রাখতে পারেন, অর্থাৎ ওয়েবসাইট হোস্ট করে রাখতে পারেন । কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার কম্পিউটার ছাড়া অন্য কম্পিউটারে থেকে এই ওয়েবসাইট দেখা যাবে না। আর অন্য কেউ ওয়েবসাইট না দেখতে পারলে, ওয়েবসাইট তৈরি করে লাভ কি? কারন ওয়েবসাইট তৈরি করাই হয় অন্যদের দেখার জন্য।
তাহলে প্রশ্ন হচ্ছে, এই হোস্টিং প্রোভাইডাররা ওয়েবসাইট কিভাবে রাখে? কোথায় রাখে?

ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়
ওয়েবসাইট হোস্টিং করে রাখা হয় সার্ভারে। প্রশ্ন সার্ভার কি? সার্ভার হচ্ছে এমন একটি কম্পিউটার যেটি অনলাইন স্টোরেজ সিস্টেম হিসেবে কাজ করে। একটি সার্ভার বছরে ৩৬৫ দিন, এবং দিনে ২৪ ঘন্টা অনলাইন থাকে। তাই আপনার ওয়েবসাইট ও হোস্টিং এ রাখা হলে ২৪ ঘন্টাই বিশ্বের যেকোনো জায়গা থেকে ওয়েবসাইট টি অনলাইনে দেখতে সক্ষম হয়। হোস্টিং এবং সার্ভার কে একই জিনিসই ভাবতে পারেন। একেকটি ওয়েব হোস্টিং মানেই একেকটি সার্ভার।