Skip to content
Home » ফাইভারে গিগ তৈরির পদ্ধতি – কিভাবে ফাইভারে গিগ বানাতে হয়

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি – কিভাবে ফাইভারে গিগ বানাতে হয়

ফাইভারে গিগ কিভাবে তৈরি করতে হয়

সেলার Fiverr এ যে সার্ভিসগুলো অফার করে, সেগুলোই গিগ। তাই ফাইভারে কাজ পেতে গেলে অবশ্যই ভালো কয়েকটি গিগ থাকতে হবে। আজকে চলুন জেনে নেয়া যাক ফাইভারে গিগ তৈরির পদ্ধতি কিংবা কিভাবে ফাইভারে গিগ বানাতে হয়।

Table of Contents

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি জানার আগে জানুন FIVERR TOS

ফাইভারে গিগ তৈরির পদ্ধতি শেখার আগে আপনাকে জানতে হবে FIVERR TOS, ফাইভারে কিছু রুল রেগুলেশন আছে যেগুলো মেনে আমাদের ফাইভারে গিগ বানাতে হয়। আপনি যদি জানেন কি কি বিষয়ে গিগ বানানো যাবেনা, এটা আপনার জন্য সহজ হবে বুঝতে। নিচে দেওয়া নিম্নোক্ত বিষয়গুলোতে গিগ খোলা যাবেনাঃ

১. অবৈধ বা প্রতারণামূলক সার্ভিস

২. কপিরাইটেড এবং ট্রেডমার্ক প্রোডাক্ট সেল

৩.  ১৮+ বা এডাল্ট রিলেটেড

ফাইভারে গিগ তৈরি করতে যে বিষয়গুলো খেয়াল করা উচিত

  • গিগের টাইটেল
  • গিগের ক্যাটাগরি
  • গিগের মেটাডাটা
  • গিগের ট্যাগ
  • গিগ প্যাকেজ
  • গিগ ডেসক্রিপশন
  • গিগ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন (Frequently Asked Questions)
  • গিগ রিকোয়ারমেন্টস
  • গিগ ইমেজ/ভিডিও/পিডিএফ

এগুলো বিষয় কিভাবে খেয়াল রেখে গিগ খুলবেন তা আপনারা সম্পূর্ণ পোস্ট টি পড়লে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক –

গিগের টাইটেল

গিগ টাইটেল, একটি গিগের সবচেয়ে গুরুত্বপুর্ন অংশ। Fiverr এ যখন কোনো গিগ তৈরী করা হয়, সর্ব প্রথম গিগের টাইটেল লিখতে হয়। এবং বায়াররা যখন কোনো কাজের জন্য ফ্রিল্যান্সারের গিগ সার্চ করেন, তখন যেটা গিগের ছবির পর-ই দেখা যায়, সেটাও গিগের টাইটেল। তাই গিগের ছবির পাশাপাশি গিগের টাইটেলে গুরুত্ব দেওয়া উচিত।

Fiverr এ গিগ র‍্যাঙ্কিং এর ক্ষেত্রেও গিগের টাইটেল গুরুত্বপূর্ণ। 

গিগের টাইটেল কেমন হলে ভালো হয়?

আকর্ষণীয় (Eye-Catching)

গিগের টাইটেল অবশ্যই আকর্ষণীয় বা Eye-catching টাইটেল হতে হবে। বায়ারের খোজা সার্ভিস-টিই যে আপনার সে আপনার গিগে পাবে, গিগের টাইটেলে এটা স্পষ্ট হওয়া উচিত। এছাড়া কিছু আকর্ষণীয় শব্দ লিখে গিগকে আকর্ষণীয় করা যায়। যেমনঃ আপনি কম সময়ের মধ্যে, বা এক্সট্রা কোন ফিচার(FEATURE) দিবেন, এটা টাইটেলে টেকনিক্যালি দিলে আপনার গিগের গ্রহনযোগ্যতা বায়ারের কাছে বৃদ্ধি পাবে।

ইউনিক টাইটেল (UNIQUE)

গিগের টাইটেল ইউনিক (UNIQUE) হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো র‌্যাঙ্ক করা গিগ থেকে টাইটেল কপি পেস্ট করে নিজের গিগে টাইটেল দেওয়া মারাত্মক ভুল। গিগের টাইটেল কোনো সময় কপি করা উচিত না। আপনার ক্রিয়েটিভিটি দিয়ে একটি ইউনিক গিগ টাইটেল করুন।

শব্দ/বর্ণ সংখ্যা (WORD/CHARACTER)

গিগ টাইটেল কত ওয়ার্ডের হওয়া উচিত? এই প্রশ্ন অনেকের মনে। Fiverr এ সর্বনিম্ন ৪ ওয়ার্ডের গিগ টাইটেল আপনি লিখতে পারবেন। এক্ষেত্রে টাইটেলের ক্যারেক্টর বা বর্ণ সংখ্যা সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ৮০ হতে পারবে।

স্পেশাল টিপ্স

গিগের টাইটেল ৫০ ক্যারেক্টেরের মধ্যে রাখবেন। এতে বায়ার গিগ সার্চ করলে আপনার গিগের সম্পূর্ণ টাইটেল সে দেখতে পাবে, এতে অর্ডার পাওয়ার চান্স বৃদ্ধি পাবে।

গিগ টাইটেলে কিওয়ার্ড (KEYWORD)?

ভালো একটি গিগ টাইটেল তৈরী করতে, গিগের টাইটেলে KEYWORD থাকা গুরুত্বপুর্ণ সবচেয়ে বেশি। বায়াররা যে ওয়ার্ড গুলো দিয়ে আপনার সার্ভিস সার্চ করতে পারে, সেগুলোই আপনার গিগের কিওয়ার্ড।

কিওয়ার্ড গুলো কোথায় পাবো?

আপনার গিগের কিওয়ার্ড নির্বাচন করার জন্য প্রথমে আপনার সার্ভিস রিলেটেড অন্যান্য গিগগুলো ভালোভাবে স্টাডি করতে হবে। অন্যান্য গিগ স্টাডি করতে গেলে বেশ কিছু কিওয়ার্ড আইডিয়া আপনি পেয়ে যাবেন। 

যেমনঃ Fiverr এ সার্চ করতে গেলে সার্চবারে আপনি বেশ কিছু কিওয়ার্ড সাজেশন দেখতে পাবেন। সার্চ করার পর ও,  গিগ গুলোর উপর কিছু সাজেশন রিলেটেড কিওয়ার্ড দেখতে পাবেন। এই কিওয়ার্ড গুলো যেহেতু Fiverr সাজেস্ট করছে, তাই এগুলো অবশ্যই ভালো/স্টং (Strong) কিওয়ার্ড।

গিগগুলো স্টাডি করার সময় ও দেখবেন, গিগগুলোর নিচের দিকে ট্যাগ (TAG) আছে, যে ট্যাগগুলো বেশির গিগে কমন(COMMON) দেখবেন, বুঝবেন সেগুলো অবশ্যই ভালো কিওয়ার্ড।

গুগোল(GOOGLE) থেকেও আপনি কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন। গুগোল এ কিওয়ার্ড সার্চ করতে গেলে দেখবেন তারা আরো কিছু কিওয়ার্ড সাজেশন করে। এগুলো কিওয়ার্ড হিসেবে অনেক সময় বেশ ভালো কাজ করে। কেননা, গুগোল কিওয়ার্ড হিসেবে সেগুলো সাজেস্ট করে, যেগুলো মানুষ বেশি সার্চ করে।

গিগের ক্যাটাগরি

গিগের ক্যাটাগরি কি দিবেন ? গিগের ক্যাটাগরি সঠিক দেওয়া খুবি গুরুত্বপূর্ণ। আর সঠিক ক্যাটাগরি খুজে বের করার সহজ উপায় হচ্ছে আপনি যে সার্ভিস নিয়ে গিগ খুলতে চাচ্ছেন, সেই  সার্ভিস দিয়ে আগে Fiverr সার্চ করুন। সার্চ করার পর প্রথম ৮ টা গিগ খুলুন, দেখুন তারা কি কি ক্যাটাগরি দিয়েছে। এবার সবার গিগের ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরি দেখবেন সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করেছে, সেই ক্যাটাগরিই আপনার জন্য সঠিক ক্যাটাগরি। উদাহরনস্বরূপঃ আপনার ওপেন করা ৮ টা গিগের মধ্যে ৫টা গিগের ক্যাটাগরি হয়তো এমন Programming & Tech > WordPress > Full Website Creation. তাহলে এটিই আপনার জন্য সঠিক ক্যাটাগরি।

গিগের মেটাডাটা

গিগের মেটাডাটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে চেষ্টা করুন বেশির ভাগ অপশন সিলেক্ট করার।

গিগের ট্যাগ

গিগের ট্যাগ সিলেক্ট করার জন্য আপনার আগের ঠিক করা কিওয়ার্ড টা কাজে লাগবে। এই কিওয়ার্ড কাজে লাগিয়ে দেখুন Fiverr থেকে সার্চ করে + সাজেশন থেকে নতুন কিওয়ার্ড বের করা যায় কিনা। সেগুলো ট্যাগে ইমপ্লিমেন্ট করলে ভালো হবে। এছাড়া আগের মত একই ভাবে আপনার সার্ভিস রিলেটেড গিগ গুলোতে দেখতে হবে সবাই কি ট্যাগ ব্যবহার করেছে, এসব ট্যাগ থেকে কমন ট্যাগ দেখে নিজের গিগে সেগুলো অ্যাড করতে হবে।

গিগ প্যাকেজ

গিগ প্যাকেজ Fiverr এর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আপনাকে অবশ্যই ৩ টা প্যাকেজ দিতে হবে। ৩ টা প্যাকেজ দেওয়ার অপশন না পেলে আপনি অফার প্যাকেজ(Offer packages) নামে অপশন পাবেন, সেটা অন(ON) করে দিন। এবার ৩ টা প্যাকেজের নাম দিতে হবে। নাম হিসাবে, নামের মধ্যে কিওয়ার্ড ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্যাকেজ ডেসক্রিপশনে প্যাকেজের গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করুন। ডেলিভারি টাইম গুলো কম রাখার চেষ্টা করুন, পারলে ব্যাসিক প্যাকেজে ডেলিভারি টাইম ১ দিন রাখবেন। রিভিশন আনলিমিটেড রাখবেন। প্রাইস গুলো অন্য গিগ গুলো দেখে অ্যাভারেজলি কম রাখার চেষ্টা করুন। গিগ এক্সটা অ্যাড করুন। এভাবে ৩ টা প্যাকেজ সঠিকভাবে সেটাপ করুন। প্যাকেজ নিয়ে আইডিয়া না পেলে আপনার সার্ভিস রিলেটেড অন্য গিগ গুলোর প্যাকেজ দেখতে পারেন।

গিগ ডেসক্রিপশন

গিগের ডেসক্রিপশন কাজ পাওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার গিগের ডেসক্রিপশন পড়েই বায়ার কাজ দেবে, তাই ডেসক্রিপশন খুব ভালভাবে লিখতে হবে। কপি পেস্ট করা যাবেনা। ডেসক্রিপশন এর ক্ষেত্রে ১২০০ ক্যারেক্টার লিখতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে ডেসক্রিপশন লিখলে ভাল হয়ঃ

গিগ ডেসক্রিপশন তৈরি করতে হবে AIDA মডেল ফলো করে। AIDA আবার কি ?

A = ATTENTION

I = INTEREST

D = DESIRE

A = ACTION

অর্থাৎ গিগের ডেসক্রিপশনে প্রথমেই থাকবে ATTENTION নেওয়া যায় এমন কিছু। যেমনঃ 

★  Are you looking to redesign your Landing or Squeeze page with responsiveness in 24HOURS?  ★ 

অর্থাৎ সার্ভিস নিয়ে ২ লাইনে তাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে।

ATTENTION নেওয়ার পর-ই আপনার বায়ারের INTEREST জাগাতে হবে ডেসক্রিপশনের মাধ্যমে। অর্থাৎ বায়ার যেন আপনার সার্ভিসে আগ্রহী হয় সে ব্যাপারে আপনাকে কিছু একটা বলতে হবে। যেমনঃ 

I will redesign beautiful landing page or squeeze page for your product, company and marketing campaign,business. e.t.c

এভাবে লিখলে বায়ার বুঝবে আপনি ঠিক কি পারেন, বা কি করবেন। এরপর বায়ার কে বুঝাতে অর্ডার করলে সে কি কি পাবে, যার মাধ্যমে তার সার্ভিসে DESIRE বা ইচ্ছা তৈরি হবে।

উদাহরনস্বরূপ তাকে হয়তো বলবেনঃ

What you will get??

• Product or service review/features Squeeze page

• Apps & Games launching Landing page

• Coming Soon or Under Construction page.

• Affiliate offers or products bashed landing page

• Single-Multi Page HTML website

Why me?

☛ FREE unlimited revision till your satisfaction.

☛ 100% responsive(separate codes for separate devices)

☛ I Will show you a mock-up first then will design

এভাবে বললে তার অর্ডার করতে ইচ্ছা তৈরি হবে, এখন ফাইনালি তার কাছ থেকে আপনার অর্ডার ট্রিগার করতে হবে একশন / ACTION এর মাধ্যমে। উদাহরণস্বরূপঃ

So What Are You Waiting For? STILL CONFUSED?

JUST PUT AN ORDER AND SLEEP BACK.  I WILL DO EVERYTHING FOR YOU.

এটা বললে সে কনফিউজ না হয়ে অর্ডার করতে পারবে। 

চেষ্টা করুন পয়েন্ট আকারে ডেসক্রিপশন লিখতে, গুরুত্বপূর্ণ লেখা বোল্ড কিংবা মার্ক করুন। কিছু কিওয়ার্ড পুশ করুন পারলে।

ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন

আপনার সার্ভিস নিয়ে বায়ারের মনে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে, অথবা বায়ারদের বেশির ভাগ আপনার সার্ভিসটি সম্পর্কে যে প্রশ্ন করে সেই প্রশ্ন এবং এর উত্তর থাকবে এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অংশে। মোটামুটি ৫-৬টি প্রশ্ন এবং উত্তর এখানে অ্যাড করলে ভাল। কি অ্যাড করবেন আইডিয়া না পেলে আপনার সার্ভিস রিলেটেড অন্য গিগ গুলো দেখুন।

গিগ রিকোয়ারমেন্টস

অর্ডার পাওয়ার পর বায়ারের কাছে থেকে আপনার কাজটি কমপ্লিট করতে কি কি প্রয়োজন হবে, সেটাই আপনার গিগ রিকোয়ারমেন্টস। যেমনঃ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনার বায়ারের কাছ থেকে কি চাইবেন? স্যাম্পল ডিজাইন, টেমপ্লেট। এগুলোই আপনি গিগ রিকোয়ারমেন্টসে লিখে দিন। 

১০০% রিকোয়ার হলে Required অপশনে টিক দিন। তবে না দেওয়াই ভাল, কারন অনেক বায়ারই এখানে রিকোয়ারমেন্টস না দিতে পেরে অর্ডার করতে পারেনা, যা আপনার জন্য সেলস মিস।

গিগ ইমেজ/ভিডিও/পিডিএফ

এখানে আপনি গিগের ইমেজ দিতে পারবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। কারন গিগ পেজে ইমেজ টা সহজেই নজরে আসে, এখানে আপনি সর্বমোট ৩ টা ইমেজ দিতে পারবেন। অবশ্যই ৩ টা ইমেজই দিবেন। ১ টা ইমেজ, যেটা প্রথম দিবেন, সেটা অবশ্যই SEO করে দিবেন। কোন সময় গুগল থেকে কিংবা কারো গিগ থেকে কপি করে কোন ইমেজ গিগে দেবেন না।

ইমেজ নিয়ে যে প্রশ্ন গুলো আপনাদের থাকেঃ

ইমেজ সাইজ কেমন হবে? 

১৬০০ * ১০৭৬ পিক্সেল হবে ইমেজের সাইজ 

ইমেজ কি JPG নাকি PNG ভালো?

ইমেজ অবশ্যই JPG দেবেন।

ইমেজ কালার কেমন হবে? 

এমন কালার দেবেন যেন সহজেই চোখে পরে। 

ইমেজে কত টুকু লেখা দিতে পারব?

১০ ওয়ার্ডের বেশি দেবেন না।

ইমেজে নাম কি হবে?

নাম গুলো গিগ ট্যাগ থেকে দেবেন। এছাড়া ইমেজ গুলোর ট্যাগ এডিট করে সেখানে কিওয়ার্ড দিন। এটা ইমেজ কে SEO ফ্রেন্ডলি করবে। 

এভাবে ৩ টা ইমেজ দেওয়ার পর, আপনি আপনার গিগে ১ টা ভিডিও দিতে পারেন। ভালো ভিডিও এডিটিং পারলে সেখানে ভিডিও দিতে পারেন, তবে বাধ্যতামুলক না। চাইলে ভিডিও নাও দিতে পারেন। এছাড়া ২ টা পিডিএফ দিতে পারেন। এর জন্য গিগ ছবি ডিজাইন করে সেগুলো পিডিএফ এ কনভার্ট করে দিতে পারেন। এটা দিলে বেশ ভালো।

ফাইবারে সর্বনিম্ন কত ডলারের কাজের অর্ডার পাওয়া যায়

ফাইবারে সর্বনিম্ন ৫ ডলারের কাজের অর্ডার পাওয়া যায়।

এবার ফাইনালি আপনি আপনার গিগ পাব্লিস করতে পারবেন। করে ফেলুন।

বোনাসঃ

একাউন্ট খোলার পর কয়টা গিগ দিতে হবে?

একাউন্ট খোলার ৪৮ ঘন্টার মধ্যে অন্তত ৫ টি এবং, ৭২ ঘন্টার মধ্যে ৭ টি তৈরি করুন।  সম্ভব না হলে অন্তত ৭ দিনের মধ্যে ৭ টি গিগ দিন। এতে একাউন্ট বুস্ট হবে, কাজ পাওয়ার সম্ভবনা বেশি থাকবে ।

একাউন্ট খোলার পর এত গিগ তারাতারি দিব কিভাবে?

একাউন্ট খোলার আগেই গিগের ছবি, টাইটেল, ডেসক্রিপশন এরকম যা যা লাগে, সবকিছু রেডি করে রাখুন। একাউন্ট খুলে জাস্ট গিগ পাব্লিস করুন।

একাউন্ট খুলেছি, গিগ ও দিয়েছি, এখন কি করতে হবে ?

এখন আপনি Fiverr এ একটিভ থাকুন। মোবাইল অ্যাপ+ কম্পিউটারে নিয়মিত একটিভ থাকুন। বিশেষ করে রাত্রে একটিভ থাকা চেষ্টা করুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *