Skip to content
Home » ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব

বেকারত্বের অভিশাপ যখন চারিদিকে, ফ্রিলান্সিং তখন যেন এক আশার আলো। কারন যেকোনো কাজে দক্ষ হলেই ফ্রিল্যান্সিং করা যায়, লাগেনা মামা-চাচা। তবে অনেকেই আমরা বুঝতে পারিনা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব কিংবা কিভাবে কি করা যায়। তাদের জন্য আজকে আমাদের এই লেখা, এই লেখা আপনাকে হেল্প করবে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন সেটি কিংবা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো জানতে ।

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব

প্রথমেই বুঝতে হবে, ফ্রিল্যান্সিং আসলে কি। ফ্রিল্যান্সিং কিন্তু  কোন সরাসরি স্কিল না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার স্কিল থেকে আরনিং অর্থাৎ আপনি আপনার স্কিল কে মনিটাইজ করবেন তার একটি রাস্তা হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ আমরা যখন আমাদের স্কিল এর মাধ্যমে বাইরের কোন দেশের কাজ করে থাকি, সেই প্রক্রিয়া কে বলা হবে ফ্রিল্যান্সিং।

এখন আপনি যদি মনে করেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনার একটা স্কিল থাকতে হবে, একটা কাজ জানা থাকা লাগবে, যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেবন। এটা ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম ধাপ, এবং খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ হতে পারে যেকোনো ডিজিটাল বা নন ডিজিটাল স্কিল। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ডিজিটাল স্কিল বেশি পারফেক্ট ধরা হয়। ফ্রিল্যান্সিং করা যায় এরকম ডিজিটাল স্কিলের অভাব নেই। ডেটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্ট অনেক প্রকারের স্কিল রয়েছে, যেগুলো সব গুলোই ডিজিটাল স্কিল, এবং এগুলো দিয়ে লাখো মানুষ ফ্রিল্যান্সিং করছে , এবং ভালো পরিমান আরনিং ও করছে। এগুলো যে সবগুলো আপনাকে শিখতে হবে বিষয়টা এমন না, আপনি যেকোনো একটা স্কিল শিখলেই সেখান থেকে ইনকাম করতে পারবেন। এসব স্কিল শেখার পরবর্তী ধাপে আপনি ফ্রিল্যান্সিং করা শুরু করা জন্য অনেকটা রেডি। এখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো সম্পর্কে স্টাডি করবেন, একই সাথে সফট স্কিল হিসেবে নিজের কমিনিকেশন স্কিল কে ঝালাই করে নিবেন। এখানে কমিনিকেশন স্কিল বলতে আমি বোঝাচ্ছি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিনিকেশন করবেন এই বিষয়টাকে। এই সফট স্কিল, অর্থাৎ কমিনিকেশন স্কিল শুনতে সহজ লাগলেও এটা কিন্তু তুলনামুলক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারন এর উপর-ই ডিপেন্ড করছে আপনি সাক্সেস হবেন কিনা, কাজ পাবেন কিনা। আপনি অনেক কাজ পারতে পারেন, কিন্তু ক্লায়েন্টের কথা, ক্ল্যায়েন্ট কি চাচ্ছে এটাই যদি না বুঝেন তাহলে কিভাবে কাজ করবেন ? তাই কমিনিউকেশন স্কিল ডেভলপ এর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি যেগুলো প্রয়োজন সেগুলো ভালো করে প্র্যাকটিস করুন । স্কিল এবং কমিনিকেউশন সফট স্কিল অর্জন শেষে আপনি এখন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর জন্য রেডি। শুধু আপনি দেখবেন কোন মার্কেটপ্লেস আপনার ভালো লাগে, কিংবা কোনটাকে আপনি আপনার জন্য পারফেক্ট মনে করতেছেন। এবার সেই মার্কেটপ্লেস এ একাউন্ট খুলুন। মনে রাখবেন একাউন্ট খোলা কিন্তু সহজ হলেও, সঠিকভাবে একাউন্ট খোলা সহজ না। আপনি ফ্রিল্যান্সিং করার জন্য প্রোফাইল খুললেই সবাই আপনাকে কাজ দিয়ে দিবে বিষয়টা মোটেও না। আপনাকে আপনার প্রোফাইল এমনভাবে সাজাতে হবে, যেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহী হয়। এই জন্য প্রোফাইলে সুন্দর প্রফেশনাল প্রোফাইল পিকচার, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন, টাইটেল, স্কিল কে ঠিকভাবে রিপেজেন্ট করা ইত্যাদি কাজ আপনাকে ঠিকভাবে করতে হবে। তাহলেই কাজ পাওয়ার সম্ভবনা বেশি থাকবে। 

আপনার জন্য শুভ কামনা। আশা করি পোস্টটি থেকে বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব।

Spread the love

1 thought on “ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব”

  1. Pingback: ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো (২০২২ আপডেট) - বিডি কিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *