মিলনের পর আপনার মাসিকের তারিখ অনুযায়ী মাসিক (পিরিয়ড) না হলেই আপনি সেদিন প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। আপনি যদি আপনার মাসিকের তারিখ ভুলে যান, সেক্ষেত্রে মিলনের পর অন্তত ৭ থেকে ১৪ দিন অপেক্ষা করে তারপর প্রেগন্যান্সি টেস্ট করুন।
মিলনের কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে হয়
সাধারনত প্রেগন্যান্সি টেস্টের সময় HCG এর মাত্রা শনাক্ত করে নির্ধারণ করা হয়, আপনি প্রেগন্যান্ট কিনা। আর মিলনের পর এই HCG(HUMAN CHORIONIC GONADOTROPHIN) শনাক্তযোগ্য মাত্রা শরীরে তৈরি হওয়ার জন্য ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ সময় লেগে থাকে। তাই মিলনের ৭ থেকে ১৪ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে হয়। মনে রাখা দরকার, খুব দ্রুত প্রেগন্যান্সি টেস্ট করলে ফলাফল অনেক সময় ভুল আসতে পারে। মিলনের ২১ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক ফলাফলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।