কখনো ভালোবাসেনি এরকম মানুষ হয়তো খুজে পাওয়া যাবেনা। তবু চারিদিকে এত ভালোবাসা ভিড়ে প্রত্যেকটি মানুষ খুজে সত্যিকারের ভালোবাসা। আপনি জানেন কি এই সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে কিংবা সত্যিকারের ভালোবাসা চেনার উপায় ? চলুন খোজার চেষ্টা করি।
সত্যিকারের ভালোবাসা কাকে বলে
শুন্য চাহিদা থেকে কাওকে ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হটাত করেই পরিবর্তন হয়না। আকর্ষণ কমে যাওয়া, বা ভালো না লাগা, এরকম কোন ব্যাপার সত্যিকারের ভালোবাসায় থাকে না। সত্যিকারের ভালোবাসা কোন কিছুর উপর নির্ভর করেও হয়না। কোন পার্টিকুলার জিনিস ও সত্যিকারের ভালবাসায় থাকার প্রয়োজন হয়না।
সত্যিকারের ভালোবাসা চেনার উপায়
এটা চেনার কোন সহজ উপায় নেই। তবে কোন ভালোবাসা যদি সত্যিই হয় কিছু জিনিস সেখানে থাকবে। এটা একেক জনের কাছে একেক ভাবে হতে পারে।
তবে যেই হোক না কেন, সে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সত্যি কারের ভালোবাসায় এই জিনিস গুলো পাবে –
- ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেটা হবে স্থায়ী অনুভুতি।
- সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না
- ভালোবাসা নিঃশর্ত হয়।
- রাতারাতি, বা হটাত করেই সত্যি কারের ভালোবাসা হয়না সাধারনত।
- এটা আপনাকে খুশি রাখবে।
- অবস্থা অনুযায়ী সত্যিকারের ভালোবাসা পরিবর্তন হয়না।
- সত্যিকারের ভালোবাসায় সৌন্দর্য কোন বিষয় না।
- ফিজিক্যাল বা এক্সটারনাল কোন বিষয় সত্যিকারের ভালোবাসায় বাধা সৃষ্টি করতে পারে না।
- সত্যিকারের ভালোবাসায় কোন অহংকার থাকে না।
সত্যিকারের ভালোবাসার কিছু কথা
ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা সংজ্ঞা কি আলাদা ? উত্তর না। তবে ভালোলাগা বা যেকোনো সম্পর্ক কে যেন আমরা ভালোবাসা ভেবে ভুল না করি, সেই জন্যই হয়তো ভালোবাসা এই “সত্যি” বিশেষণ টা লাগানো হয়েছে। সত্যিকারের ভালোবাসায় কোন পাপ থাকেনা। কাওকে যদি আপনি সত্যিকারের ভালোবেসে থাকেন, আপনি তাকে পাবেন – এর সম্ভবনাই বেশি। কারন সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না।
সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না
ভালোবাসা যদি সত্যি হয়, তা কি কখন হারিয়ে যেতে পারে? আপনি একটু ভেবে দেখুন। এটা ঠিক যে ভালোবাসার পূর্ণতা আসে অবশ্যই ভালোবাসার মানুষটিকে পাওয়ার মাধ্যমে। তবে সব ভালোবাসাই যে পূর্ণতা পাবে, এরকম টা হয়না। তবে পূর্ণতা না পাক, ভালোবাসা কখনো হারিয়ে যাবেনা। কারন সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না।
প্রিয়জনের সাথে ভালো থাকুন…আর ভালবাসলে সত্যিকারের ভালোবাসা -টাই বাসুন।